ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

উপদেষ্টা আসিফ নজরুল

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে

প্রকাশিত: ১৩:৪৯, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ১৩:৫৭, ২৩ জুলাই ২০২৫

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম  ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে

ছবিঃ সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের তথ্য সংগ্রহ ও তদারকির জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এ তথ্য আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেন।

তিনি জানান, "মাইলস্টোন কলেজে কন্ট্রোল রুম খোলা হয়েছে। মাইলস্টোনের ছাত্র-শিক্ষক-অভিভাবকদের নিয়ে এটি গঠন করা হয়েছে। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত-নিহত-ক্লাসে উপস্থিতির যাবতীয় তথ্য এখানে পাওয়া যাবে।"

এদিকে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ২২ জুলাই ২০২৫ তারিখে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত ২১ জুলাই সোমবার দুপুর ১টা ১২ মিনিটে কলেজের ডিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসের ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয়। দুর্ঘটনার ফলে বহু শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবক আহত ও নিহত হন।

ঘটনার প্রকৃত অবস্থা নিরূপণে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত ও তথ্য সংগ্রহ কমিটি গঠন করেছে। কমিটিতে রয়েছেন:

সভাপতি: মোহাম্মদ জিয়াউল আলম, অধ্যক্ষ

সদস্য:

মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ (প্রশাসন)

খাদিজা আক্তার, প্রধান শিক্ষিকা

লুৎফুন্নেসা লোপা, কো-অর্ডিনেটর

মনিরুজ্জামান মোল্লা, অভিভাবক (শিক্ষার্থী: যাইমা জাহান, শ্রেণি: চতুর্থ)

মারুফ বিন জিয়াউর রহমান, দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী

মো. তাসনিম ভূঁইয়া প্রতিক, দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী

কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে বিস্তারিত তথ্যসংবলিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও হতাহতদের সঠিক তালিকা তৈরি করে যথাযথ কর্তৃপক্ষকে জানানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/16LQuzieYB/

 
 
 

মারিয়া

×