
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালুর বিষয়ে সমঝোতা স্মারকের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নকভীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বৈঠকে জানানো হয়, পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবন নির্মাণ প্রক্রিয়া চলছে, বর্তমানে সেখানে এমআরপি পাসপোর্ট দেওয়া হলেও ভবন নির্মাণ শেষে ই-পাসপোর্ট সেবা চালু হবে।
আলোচনায় দুই দেশের মধ্যে মাদক ও সন্ত্রাস দমন, পুলিশ প্রশিক্ষণ, রোহিঙ্গা সংকট, সাইবার অপরাধ প্রতিরোধ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও পাকিস্তান অভিন্ন ইতিহাস ও ঐতিহ্যের অংশীদার এবং উভয় দেশের সম্পর্ক সময়ের সঙ্গে আরও মজবুত হচ্ছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের আশ্বাস দেন।
শিহাব