ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

ঢাকায় পৌঁছেছে ভারতের বিশেষজ্ঞ মেডিকেল দল

প্রকাশিত: ০০:৪৯, ২৪ জুলাই ২০২৫

ঢাকায় পৌঁছেছে ভারতের বিশেষজ্ঞ মেডিকেল দল

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ ও আহতদের চিকিৎসায় সহায়তা করতে ভারতের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল আজ (মঙ্গলবার) সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছে। তিন সদস্যের এই মেডিকেল টিমে রয়েছেন দুইজন বার্ন ও ট্রমা চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক এবং একজন প্রশিক্ষিত নার্স। তারা সবাই ভারতের শীর্ষ সরকারি হাসপাতাল দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতাল থেকে এসেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ সন্ধ্যায় তার ভেরিফায়েড এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে পোস্ট দিয়ে ভারতীয় মেডিকেল দলের ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। উভয় প্রতিষ্ঠানই আন্তর্জাতিকভাবে স্বীকৃত বার্ন ইউনিট ও জরুরি চিকিৎসা সেবায় প্রসিদ্ধ।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশের জন্য সর্বাত্মক চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছিলেন। তার ঘোষণার পর দ্রুত উদ্যোগ নিয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে মেডিকেল দল পাঠানোর ব্যবস্থা করে।

বাংলাদেশ সরকার ভারতীয় চিকিৎসকদের এই মানবিক সহায়তা উদ্যোগকে স্বাগত জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে যে, দুই দেশের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টায় দগ্ধদের উন্নত ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।

ভারতীয় মেডিকেল টিম শিগগিরই ঢাকার নির্ধারিত হাসপাতালগুলোতে দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়ন এবং চিকিৎসা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

আফরোজা

আরো পড়ুন  

×