
ছবি: সংগৃহীত
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী বাংলাদেশ বিমান বাহিনীর মূলমন্ত্র (মটো) ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ পরিবর্তনের দাবি জানিয়েছেন।
বুধবার (২৩ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।
স্ট্যাটাসে আমান আযমী লেখেন, ‘বিমান বাহিনীর ‘মটো’ (motto), ‘বাংলার আকাশ রাখিবো মুক্ত’ এই মুহূর্তে পরিবর্তন করার দাবি জানাচ্ছি।’
কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, “আমাদের দেশের নাম ‘বাংলা’ না; বাংলাদেশ। ‘বাংলা’ বলতে পশ্চিমবঙ্গও সামিল। আমাদের বিমান বাহিনী ‘পশ্চিমবঙ্গের আকাশ মুক্ত রাখার’ জন্য দায়িত্বপ্রাপ্ত নয়। বিজয়ের পর ভারত এটা আমাদের ওপর চাপিয়ে দিয়েছিল। তখনকার ‘গোলাম সরকার’ জ্বি হুজুর, জ্বি হুজুর করে এটা গ্রহণ করেছিল।”
আমান আযমী আরও লেখেন, “এটা বর্জন করুন। এটা ‘দেশের আকাশ রাখিব মুক্ত’ করা উচিত।”
সূত্র: https://www.facebook.com/share/19eBSS7vn7/
রাকিব