
ছবি: সংগৃহীত।
দীর্ঘদিন ধরে সীমান্ত উত্তেজনা আর পারস্পরিক অবিশ্বাসে জর্জরিত চীন-ভারত সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। পাঁচ বছরের বিরতির পর অবশেষে চীনা নাগরিকদের জন্য পর্যটক ভিসা চালু করতে যাচ্ছে ভারত। দিল্লিতে নিযুক্ত চীনা দূতাবাস জানিয়েছে, আগামী ২৪ জুলাই থেকে চীনা নাগরিকদের জন্য ভারতীয় পর্যটন ভিসা ইস্যুর কাজ আবারও শুরু হবে।
প্রসঙ্গত, প্রায় ৩,৮০০ কিলোমিটার দীর্ঘ বিতর্কিত সীমান্ত রেখা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। 'প্রকৃত নিয়ন্ত্রণ রেখা' (LAC) নামে পরিচিত সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞাসহ নানা প্রোটোকল থাকলেও, মাঝেমধ্যেই সৈন্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিশেষ করে ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষ দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটায়।
ওই সংঘর্ষের পর ভারত চীনা প্রযুক্তি ও বিনিয়োগে কঠোর বিধিনিষেধ আরোপ করে, নিষিদ্ধ করে শতাধিক জনপ্রিয় চীনা মোবাইল অ্যাপ, বন্ধ করে দেয় যাত্রী পরিবহন। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও ভারতীয় পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা বহাল রাখে।
তবে চলতি বছরের মার্চ মাসে দুই দেশ আকাশপথে যাত্রী পরিবহন পুনরায় চালুর বিষয়ে সম্মত হয়। এরই ধারাবাহিকতায় এবার দিল্লির পক্ষ থেকে চীনা পর্যটকদের জন্য ভিসা ইস্যু পুনরায় শুরু করার সিদ্ধান্ত আসলো।
বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ দুই দেশের মধ্যকার টালমাটাল সম্পর্ক কিছুটা মেরামতের ইঙ্গিত দিচ্ছে। যদিও সীমান্ত বিরোধ এখনও পুরোপুরি নিষ্পত্তি হয়নি, তবুও ভিসা চালুর মাধ্যমে পারস্পরিক আস্থা গঠনের পথে এক ধাপ এগোল দিল্লি-বেইজিং সম্পর্ক।
নুসরাত