ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

পাঁচ সেকেন্ডে ‘৮৮’ খুঁজে পেলে আপনি সত্যিই ঈগল চোখের অধিকারী!

প্রকাশিত: ২০:৩৪, ২৩ জুলাই ২০২৫

পাঁচ সেকেন্ডে ‘৮৮’ খুঁজে পেলে আপনি সত্যিই ঈগল চোখের অধিকারী!

ছবি: সংগৃহীত

ইন্টারনেটে জনপ্রিয় হয়ে ওঠা এক অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ এখন অনেককেই চমকে দিচ্ছে। এই ধাঁধায় রয়েছে একাধিক সারিতে লেখা সংখ্যা ‘৮৩’, যার মধ্যে লুকিয়ে আছে একটি মাত্র ‘৮৮’। যারা চোখকান খোলা রেখে দ্রুত পর্যবেক্ষণ করতে পারে, তারাই কেবলমাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে এই সংখ্যা খুঁজে বের করতে সক্ষম।

এই ধরনের অপটিক্যাল ইলিউশন শুধু মজা নয়, এটি চোখের সূক্ষ্মতা, মনোযোগ ও পর্যবেক্ষণ ক্ষমতা যাচাইয়ের এক কার্যকর উপায়ও বটে। যদিও প্রথমে কাজটি সহজ বলে মনে হতে পারে, কিন্তু একই ধরনের সংখ্যা চোখে পড়ায় বিভ্রান্তি তৈরি হয়। বিশেষত ‘৩’ ও ‘৮’ প্রায় কাছাকাছি দেখায়, তাই ‘৮৮’ খুঁজে পেতে সময় লাগে।

আপনি যদি এটি খুঁজে না পান, তাহলে একটি হিন্ট – ছবির বাম পাশে ‘৮৮’ নেই। এবার আবার খুঁজে দেখুন।

উত্তর:

‘৮৮’ সংখ্যা রয়েছে ছবির শেষ সারির দ্বিতীয় স্থানে। যদি আপনি এটি পাঁচ সেকেন্ডে খুঁজে পান, তাহলে নিঃসন্দেহে আপনার চোখ খুবই তীক্ষ্ণ।

এখন আপনি চ্যালেঞ্জটি বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে দেখতে পারেন, কে সবচেয়ে দ্রুত এই রহস্যভেদ করতে পারে!

‘৮৮’ কোথায় লুকানো রয়েছে?
– ছবির শেষ সারির দ্বিতীয় স্থানে।


প্রতিটি উপাদানের দিকে মনোযোগ দিয়ে খুঁটিয়ে দেখুন, আর ভিজ্যুয়াল বিভ্রান্তিকে এড়িয়ে চলুন।

শিহাব

×