
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের যুবক বেল্লাল মৃধা কোয়েল পাখির খামার করে একজন সফল উদ্যোক্তায় পরিণত হয়েছেন।
বরিশাল হাতেম আলী কলেজের শিক্ষার্থী বেল্লাল চাকরির পিছনে না ছুটে লেখাপড়ার পাশাপাশি প্রাইভেট পরিয়ে কিছু টাকা জমিয়ে নিজ উদ্যোগে ৪ বছর আগে গ্রামের বাড়িতে গড়ে তুলেন কোয়েল পাখির খামার। তার এই উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে এবং অনেক বেকারের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
বেল্লাল গতবছর হাতেম আলী কলেজ থেকে অনার্স পাশ করেও চাকরির পিছনে না ছুটে নিজের গড়ে তোলা ফার্মে সকাল বিকাল কাজ করে যাচ্ছেন। আর তার পরিশ্রমের বিনিময়ে তিনি পেয়েছেন সফলতা।
বেল্লাল মৃধা জনকণ্ঠকে জানান, প্রথমে মাত্র ৩০০ কোয়েল পাখি দিয়ে খামার শুরু করেন। বর্তমানে তার খামারে রয়েছে ১ হাজার বেশি কোয়েল পাখি। প্রতিদিন গড়ে ৭০০ থেকে ৮০০ ডিম উৎপাদন হচ্ছে, যা স্থানীয় বাজারে বিক্রি করে ভালো আয় করছেন তিনি। পাশাপাশি খামার সম্প্রসারণ ও আরও কর্মসংস্থানের পরিকল্পনাও রয়েছে তার। তার ফার্মের উৎপাদিত কোয়েল পাখির বাচ্চা কিনে নিয়ে ওই গ্রামে আরো পাঁচটি কোয়েল পাখির ফার্ম গড়ে উঠেছে। সরকারি বা বেসরকারি সহায়তা পেলে তার খামারটি আরও বড় করা সম্ভব, তার খামারটি আরো বড় হলে এই এলাকার আরও যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও জানান তিনি।
আজ বেল্লালের সফলতা এলাকার যুব সমাজের কাছে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। অনেকেই এখন তার খামার দেখতে আসেন এবং উদ্বুদ্ধ হচ্ছেন স্বনির্ভর হওয়ার পথে হাঁটতে।
উদ্যোক্তা বেল্লালের এই সাফল্য প্রমাণ করে, সৎ প্রচেষ্টা ও পরিশ্রম থাকলে নিজ গ্রামে থেকেও সফল হওয়া সম্ভব।
Mily