
ছবিঃ সংগৃহীত
‘আমেরিকান আইডল’ এর এক দীর্ঘদিনের নির্বাহী রোবিন কায়ে এবং তার স্বামী থমাস ডেলুকাকে গুলি করে হত্যার অভিযোগে রেমন্ড বুদারিয়ান নামে ২২ বছর বয়সী এক যুবককে অভিযুক্ত করেছে মার্কিন কর্তৃপক্ষ। তদন্তকারীদের দাবি, ওই যুবকই ঘটনার পর পুলিশে ৯১১ নম্বরে ফোন করেছিলেন।
নিহতদের নিজেদের বন্দুক দিয়েই গুলি
লস অ্যাঞ্জেলেসের জেলা অ্যাটর্নি নাথান হোচম্যান সোমবার এক টাউন হল মিটিংয়ে জানান, বুদারিয়ান নিহত দম্পতির বাড়িতে চুরি করতে গিয়ে ঘটনাটি ঘটায়। ওই সময় রোবিন ও ডেলুকা হঠাৎ করে বাড়িতে ফিরে আসলে তিনি তাদের উপর হামলা চালান। হামলায় ব্যবহৃত অস্ত্রটি ছিল নিহতদেরই লাইসেন্স করা বন্দুক।
দেহ উদ্ধার চার দিন পর
লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায়, ঘটনার দিন বিকেলে একটি চুরির অভিযোগে ৯১১-এ ফোন আসে। পুলিশ সেখানে পৌঁছে কোনো জোরপূর্বক প্রবেশ বা গোলযোগের চিহ্ন না পেয়ে ফিরে আসে। তবে চারদিন পর, এক আত্মীয়ের অনুরোধে পুলিশ যখন ওয়েলফেয়ার চেক করতে আসে, তখনই দম্পতির গুলিবিদ্ধ মরদেহ বাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়।
পরদিনই গ্রেফতার
বুদারিয়ানকে মরদেহ উদ্ধারের পরদিন গ্রেফতার করা হয়। তার আইনজীবী ব্র্যাড সিগেল সংবাদমাধ্যমের অনুরোধে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
টেলিভিশন ইন্ডাস্ট্রিতে রোবিন কায়ে’র অবদান
রোবিন কায়ে ‘আমেরিকান আইডল’-এ ১৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন এবং মৃত্যুর সময় তিনি পরবর্তী মৌসুমের প্রস্তুতিতে যুক্ত ছিলেন। তিনি আরও কাজ করেছেন ‘দ্য সিংগিং বি’, ‘হলিউড গেম নাইট’, ‘লিপ সিঙ্ক ব্যাটল’ এবং মিস ইউএসএ ও মিস ইউনিভার্স পেজেন্টের সঙ্গেও।
নোভা