ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

উত্তরায় বিমান দুর্ঘটনায় বোন নাজিয়া তাবাসসুমের পর মারা গেল ভাই নাফি

প্রকাশিত: ০৯:৪৫, ২৩ জুলাই ২০২৫

উত্তরায় বিমান দুর্ঘটনায় বোন নাজিয়া তাবাসসুমের পর মারা গেল ভাই নাফি

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় বোন নাজিয়া তাবাসসুম নিঝুমের (১৩) পর মারা গেল ভাই আরিয়া নাশরাফ নাফি (৯)। তাদের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউ,তে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফি। এর আগে, সোমবার রাতে মারা যায় তার বোন নাজিয়া।

নাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, নাফির শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল।

নাফি মাইলস্টোন স্কুলের তুতীয় শ্রেণিতে পড়ত। আর নাজিয়া পড়ত ষষ্ঠ শ্রেণিতে। তাদের গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার জয়নগর গ্রামে। বাবা সার্জেন্ট (অব:) আশরাফুল ইসলাম নিরব। বর্তমানে তুরাগ কামারপাড়া এলাকায় থাকে পরিবারটি।

এ নিয়ে, বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১১ জন মারা গেল।

আসিফ

×