ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

জাপানের সাথে ইতিহাসের অন্যতম বড় বাণিজ্য চুক্তি করলেন ট্রাম্প!

প্রকাশিত: ১৫:৩০, ২৩ জুলাই ২০২৫

জাপানের সাথে ইতিহাসের অন্যতম বড় বাণিজ্য চুক্তি করলেন ট্রাম্প!

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘোষিত সময়সীমার আগেই জাপান, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেছেন। এই ঘোষণা ট্রাম্পের চলমান শুল্কযুদ্ধের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার জাপান নিশ্চিত করেছে যে, নতুন চুক্তির আওতায় দুই দেশের মধ্যে গাড়ি আমদানির ওপর ২৫% শুল্ক কমিয়ে ১৫% করা হবে।
ট্রাম্প এই চুক্তিকে “ম্যাসিভ” এবং “ইতিহাসের বৃহত্তম বাণিজ্য চুক্তি” হিসেবে আখ্যায়িত করেছেন।

এ চুক্তির বিনিময়ে জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪০৮ বিলিয়ন পাউন্ড) বিনিয়োগ করবে, যা মার্কিন উৎপাদন খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে সহায়ক হবে।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার জন্য এই চুক্তিটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। অভ্যন্তরীণ চাপে থাকলেও তিনি আগে থেকেই আগস্টের মধ্যে পদত্যাগের গুজব অস্বীকার করেছিলেন। এ চুক্তি তার রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারে সহায়ক হতে পারে।

ট্রাম্প ঘোষণা করেছেন, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া থেকে আমদানির ওপর নতুন করে ১৯% কর আরোপ করা হবে। যদিও এসব চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি, তবে এটি তার শুল্কনীতি ও বাণিজ্য কৌশলে বড় এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

যদিও চুক্তিগুলোর সব তথ্য এখনো অস্পষ্ট, তবে এই ঘোষণাগুলো ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতিতে উল্লেখযোগ্য মোড় এনে দিয়েছে। বিশেষ করে চীনের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারের বার্তা দিচ্ছে এই উদ্যোগ।

আবির

×