ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

মাদক ও সন্ত্রাসবাদ রুখতে এক হচ্ছে বাংলাদেশ পাকিস্তান

প্রকাশিত: ২২:৪৭, ২৩ জুলাই ২০২৫

মাদক ও সন্ত্রাসবাদ রুখতে এক হচ্ছে বাংলাদেশ পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তান যৌথভাবে মাদক ও সন্ত্রাসবাদ দমনে কাজ করার অঙ্গীকার করেছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের যে ধারা শুরু হয়েছে, তা আরও এক ধাপ এগিয়ে গেল বুধবারের গুরুত্বপূর্ণ বৈঠকে।

ঢাকায় সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাগদেহীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকে দুই নেতা তরুণ প্রজন্মকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একাধিক বিষয়ে আলোচনা হয়, যার মধ্যে ছিল—

  • পুলিশ একাডেমিগুলোর মধ্যে প্রশিক্ষণভিত্তিক সহযোগিতা

  • কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ‘অন-অ্যারাইভাল ভিসা’ চুক্তি

  • রোহিঙ্গা ইস্যু

  • সাইবার অপরাধ দমন

  • দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ‘অন-অ্যারাইভাল ভিসা’ সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU) প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভবন নির্মাণকাজ চলমান রয়েছে এবং সেখানে বর্তমানে এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) প্রদান কার্যক্রম চালু আছে। ভবনের নির্মাণ শেষ হলে, সেখানে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হবে বলেও জানান তিনি।

Jahan

×