
বিএনপির কেন্দ্রীয় আইন সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “যে নির্যাতন ভোগ করেছিলেন এম ইউ আহমেদ, যে আত্মাহুতি তিনি দিয়েছিলেন—এই জন্য কি আমাদের হাজার হাজার ছাত্র-জনতা আত্মাহুতি দিয়েছিল? এই জন্যই কি সারা বাংলাদেশের দামাল ছেলেরা হাসিনাকে ভারতে পাঠাতে বাধ্য করেছিল?”
রাজধানীতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি বলেন, “আজকের এই সভা অত্যন্ত সুস্পষ্ট। আমরা আইনজীবী, জাতির বিবেক, সমাজের সামাজিক নেতৃত্বশীল শক্তি। অথচ এখন বিচারপতি নিয়োগে নেপোটিজম চলছে। এই প্যানেল করা হয়েছে—কারো ভাই, কারো বন্ধু, কারো চেম্বারের জুনিয়র—তাদের বিচারক বানানোর জন্য।”
তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের যোগ্যতা ও দক্ষতায় অন্যতম প্রধান বিচারপতি হচ্ছেন আজকের প্রধান বিচারপতি। তাই আপনার প্রতি আমাদের সবিনয় অনুরোধ—আপনার চেয়ারের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য আজ আইনজীবী সমাজও রাস্তায় নেমেছে। সংবিধানকে সমুন্নত রাখতে, বিচার বিভাগের মর্যাদা রক্ষায় আমরা রাস্তায় নেমেছি।”
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “এনাফ ইজ এনাফ। বিচারাঙ্গনে যে নেপোটিজম চলছে, তা দেশের মানুষ মেনে নিচ্ছে না। যারা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ নির্মাণ করেছেন—তারা এটা মেনে নেবেন না।”
সানজানা