
রেলিং ও পাটাতন ভেঙে যাওয়ায় সড়কে গাড়ি চলাচল বন্ধ
সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের কাজিপাড়া-আমগাঁও খালের উপর বরগাঁও এলাকায় নির্মিত ব্রিজ ভেঙে দীর্ঘদিন যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে প্রায় ৩০ গ্রামের কয়েক লক্ষাধিক মানুষ। ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের।
জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের খেঁজুরতলা-বেড়িবাঁধ সড়কের বরগাঁও এলাকায় খালের উপর ৪০-৫০ বছর আগে নির্মাণ করা ব্রিজটি সংস্কারের অভাবে ভেঙে গেছে। ব্রিজের রেলিং-পাটাতন ভেঙে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে এ সড়কে চলাচলকারী স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, শিল্প-কারখানার শ্রমিকসহ প্রায় কয়েক লক্ষাধিক মানুষ প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন। বিকল্প রাস্তা ২ কিলোমিটার ঘুরে ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের।
আটোরিক্সা চালক শরিফ মিয়া জানান, আটোরিক্সার ইনকাম দিয়ে সংসার চলে। বরগাঁও খালের ব্রিজটি ভেঙে যাওয়ায় এখন গাড়ি বন্ধ রেখেছি। দ্রুত ব্রিজটি সংস্কার বা নির্মাণ না করা হলে আমাদের চলাচল কষ্ট হয়ে যাবে।
স্থানীয় বাসিন্দা সোহেল জানান, ব্রিজটির বয়স অনেক হয়েছে। রেলিং ও পাটাতন ভেঙে যাওয়ায় এ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগেও একবার পাটাতন ভেঙে ছিল তখন স্থানীয়রা টাকা তুলে সংস্কার করেন। দ্রুত ব্রিজটি চলাচলে উপযোগী করার দাবি জানান তিনি।
স্কুল শিক্ষার্থী আমির হোসেন বলেন, প্রতিদিন ব্রিজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে পায়ে হেটে স্কুলে আসা-যাওয়া করতে হয়ে। ব্রিজটির রেলিং ও পাটাতন ভেঙে যাওয়া পারাপারে অনেক ভয় হয়।
দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন, দীর্ঘদিন ব্রিজটি ভেঙে থাকার কারণে স্কুলে আসা-যাওয়া কোমলমতি শিক্ষার্থীরা চরম ঝুঁকি নিয়ে ব্রিজের উপর দিয়ে পারাপার হচ্ছে। ব্রিজটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় বিকল্প রাস্তা ব্যবহার করতে হলে শিক্ষার্থীরা সময়মত স্কুলে আসতে পারে না। দ্রুত ব্রিজ সংস্কার বা নতুনভাবে নির্মাণের দাবি জানান তিনি।
সোনারগাঁ উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী জানান, ব্রিজটি ভেঙে রয়েছে এমন খবর পেয়ে সহকারী প্রকৌশলীদের সরেজমিনে পাঠিয়েছি। দ্রুত সংস্কার করে দেওয়া হবে।
প্যানেল হু