ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

শহীদ মীর মুগ্ধের নামে আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাহফুজ মন্ডল, বগুড়া

প্রকাশিত: ২২:১৪, ২৩ জুলাই ২০২৫

শহীদ মীর মুগ্ধের নামে আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জুলাই আন্দোলনের বীর শহীদ মীর মুগ্ধ-এর আত্মত্যাগ ও সাহসিকতাকে চিরস্মরণীয় করে রাখতে বগুড়ার বেতগাড়ী মীর শাহে আলম মহাবিদ্যালয়ে “শহীদ মীর মুগ্ধ আইসিটি ভবন”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার, ২২ জুলাই আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং শহীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমীন। তিনি বলেন,“মীর মুগ্ধ কেবল একজন জুলাইযোদ্ধা নন, তিনি ছিলেন সময়ের সাহসী কণ্ঠস্বর। তার নামে ভবন নির্মাণ তরুণ প্রজন্মকে সাহস, মূল্যবোধ ও প্রেরণার চেতনায় গড়ে তুলবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব (আব্দুল্লাহ), নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ হাসানাত আলী, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ কুদরত-ই-জাহান। বক্তারা বলেন, “শহীদ মীর মুগ্ধের বীরত্বগাথা তরুণ সমাজের জন্য এক অনন্য অনুপ্রেরণা। শিক্ষা ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হলে অতীতের ইতিহাসকে শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে।” আধুনিক নকশায় নির্মিতব্য এই আইসিটি ভবনটি হবে প্রযুক্তিনির্ভর শিক্ষার এক নতুন দিগন্ত। এটি শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে সহায়ক হবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।

আঁখি

×