ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

কিনঝালের শক্তি দেখালেন পুতিন, কড়ায় গন্ডায় হিসাব চুকালো রাশিয়া

প্রকাশিত: ০৮:৪৬, ২৩ জুলাই ২০২৫

কিনঝালের শক্তি দেখালেন পুতিন, কড়ায় গন্ডায় হিসাব চুকালো রাশিয়া

ছবি: সংগৃহীত

ইউক্রেনের দুঃসাহসিক ড্রোন হামলার পাল্টা জবাব দিল রুশ বাহিনী। আর সেই জবাবে করায় গণ্ডায় বুঝিয়ে দিল পুতিনের রাশিয়া। এবার একেবারে ইউক্রেনের সামরিক শক্তিমত্তায় আঘাত হেনেছে রুশ বাহিনী। হাইপারসোনিক মিজাইল, কিঞ্জাল ও ড্রোন দিয়ে চলে মুহুর্মুহু হামলা। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর এই ভয়ঙ্কর রাতনামা আতঙ্ক ছড়িয়েছে।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনা ও বিমানঘাঁটিতে সমন্বিত হামলা চালিয়েছে তারা। এই অভিযানে আকাশ, সমুদ্র ও ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য দূরপাল্লার নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ছিল কিঞ্জাল হাইপারসোনিক মিজাইল ও ড্রোন। মন্ত্রণালয় দাবি করে, হামলার সকল নির্ধারিত লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানা হয়েছে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তিনি জানান, এই হামলা রাতভর চলে এবং এতে ৪২০টিরও বেশি ড্রোন ও ২০টিরও বেশি মিসাইল ব্যবহার করা হয়। রুশ বাহিনীর এই তীব্র হামলায় ২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন বলে জানান জেলেনস্কি।

জেলেনস্কি আরও জানান, রুশ হামলায় কিয়েভ ও এর আশপাশ, খারকিভ এবং ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তিনি দাবি করেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী সুমি, কিরভোগ্রাদ, নিকোলায়েভ, পোল্টাভা এবং কিয়েভ-অধিকৃত খেরসন অঞ্চলে বেশ কিছু ড্রোন ভূপাতিত করেছে।

এর আগে ইউক্রেনীয় সংবাদমাধ্যম ও কর্মকর্তারা জানান, কিয়েভে বসবাসযোগ্য নয় এমন কিছু ভবন, একটি সুপারমার্কেট, একটি গুদাম এবং একটি জনমানবহীন কটেজ কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায়।

রুশ কর্মকর্তারা পাল্টা দাবি করেছেন, তাদের হামলার লক্ষ্য শুধুমাত্র সামরিক সংশ্লিষ্ট স্থাপনা। তারা কখনোই বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে না বলে মস্কো স্পষ্ট জানায়। সেইসাথে এও জানায়, এই হামলা ইউক্রেনের আগের ড্রোন আক্রমণের প্রতিশোধ, যেগুলো রাশিয়ার আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছিল।

এর আগে শনিবার রাত ও রবিবার সকাল পর্যন্ত ইউক্রেন ব্যাপক ড্রোন হামলা চালায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে। রাশিয়া দাবি করে, তারা ১৪২টি ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে ২৭টি মস্কো অঞ্চলে ধ্বংস করা হয়।

ইউক্রেনের এই হামলার পরপরই তীব্র পাল্টা জবাব দেয় রাশিয়া।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রায় সাড়ে তিন বছর ধরে চলমান। এই যুদ্ধে দুই পক্ষেরই বড় ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনকে নানা ভাবে সহায়তা করছে পশ্চিমারা। সম্প্রতি জার্মানি, আমেরিকার কাছ থেকে প্যাট্রিয়ট মিজাইল কিনে ইউক্রেনকে দিয়েছে।

তবে এই সহায়তার জবাবে রাশিয়া সতর্ক করে বলেছে, যুদ্ধ যদি উসকে দেওয়া হয়, তবে পুতিনের রাশিয়া পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতেও দ্বিধা করবে না।

শেখ ফরিদ 

×