
কুকুর
ভারতে পথকুকুরের কামড়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ছাড়িয়েছে। এই পরিসংখ্যান সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম।
তামিলনাড়ুর শিবগঙ্গা আসনের লোকসভার এ সদস্য মঙ্গলবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে লেখেন, এটা আর অবহেলা করা যাবে না! #Streetdogs
লোকসভায় এক লিখিত জবাবে কেন্দ্রীয় পশুপালন, মৎস্য ও দুগ্ধমন্ত্রী এস পি সিং বাঘেল জানান, ২০২৪ সালে কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে ৩৭,১৭,৩৩৬ বার, আর মানব-রেবিসে মৃত্যুর সন্দেহভাজন সংখ্যা ৫৪।
এই তথ্য দেওয়া হয়েছে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল পরিচালিত ন্যাশনাল রেবিস কন্ট্রোল প্রোগ্রাম থেকে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে।
মন্ত্রী জানান, ‘পশু স্বাস্থ্য নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় রাজ্যগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যার মাধ্যমে পথকুকুরসহ পশুদের জন্য রেবিস টিকার ব্যবস্থা করা হয়।’
কর্ণাটকে উদ্বেগজনক পরিস্থিতি
সরকারি তথ্য অনুযায়ী, শুধু কর্ণাটকেই গত ছয় মাসে ২.৩ লাখের বেশি কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে এবং ১৯ জনের মৃত্যু হয়েছে রেবিসে। গোটা ২০২৪ সালজুড়ে এই রাজ্যে কামড়ের ঘটনা ছিল ৩.৬ লাখ, আর মৃত্যু হয়েছে ৪২ জনের।
খবর এনডিটিভি।
তাসমিম