
ছবি: সংগৃহীত।
দুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিওটিতে দেখা যায়, হোয়াইট হাউসে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে এফবিআই গ্রেপ্তার করছে, আর পাশে দাঁড়িয়ে ট্রাম্প হাসছেন। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়।
এর ঠিক দুদিন পর, এবার সরাসরি ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুললেন ট্রাম্প। একইসঙ্গে গ্রেপ্তারের দাবিও জানান তিনি। তার অভিযোগ—২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে মার্কিন জনগণের কাছে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য উপস্থাপন করেছিল ওবামা প্রশাসন।
ট্রাম্প বলেন, “এই ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন প্রেসিডেন্ট বারাক হোসেইন ওবামা। তিনি একজন অপরাধী। এটা সরাসরি রাষ্ট্রদ্রোহ। ওরা নির্বাচন চুরি করতে চেয়েছিল, ধোঁকা দিতে চেয়েছিল। তারা এমন কাজ করেছে যা অন্য দেশেও কল্পনা করা যায় না।”
এ বিষয়ে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এর আগেও ওবামার বিরুদ্ধে বিভিন্ন সময় গুরুতর অভিযোগ তুলেছেন, তবে এবার সরাসরি রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের কথা উল্লেখ করলেন, যা মার্কিন রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
নুসরাত