
ছবি: সংগৃহীত
গত এক মাস ধরে ইরানের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া রহস্যজনক বিস্ফোরণের পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে সন্দেহ করছেন ইরানি কর্মকর্তারা—এমনটাই জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।
যদিও সরকারিভাবে এই বিস্ফোরণগুলোর কারণ হিসেবে পুরোনো অবকাঠামোকে দায়ী করা হয়েছে, তবুও তিনজন ইরানি কর্মকর্তা, যাদের মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) একজন সদস্যও রয়েছেন, টাইমসকে জানিয়েছেন—তাদের বিশ্বাস, এগুলো ইসরায়েলের নাশকতা।
ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এক ইউরোপীয় কর্মকর্তাও পত্রিকাটিকে জানিয়েছেন, তিনিও মনে করেন এ ঘটনায় ইসরায়েল জড়িত।
এই প্রসঙ্গে ইসরায়েলি কর্মকর্তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
গত মাসে ১২ দিনের এক যুদ্ধের পর দেশটিতে এই অস্থিরতা শুরু হয়, যেখানে ইসরায়েল ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে ব্যাপক হামলা চালায়। ইসরায়েলের দাবি, ইসলামিক রিপাবলিক অব ইরান যেন “ইহুদি রাষ্ট্র ধ্বংসের” ঘোষিত লক্ষ্য পূরণে সক্ষম না হয়, তা নিশ্চিত করতেই এই হামলা চালানো হয়।
আবির