
সোনারগাঁওয়ের প্রাচীন পানাম নগরীকে ফ্রান্সের মঁজা শহরের আদলে ‘সিটি অব আর্ট অ্যান্ড কালচার’-এ রূপান্তর করার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের প্রত্যন্ত অঞ্চলে অন্তরালে থাকা সাংস্কৃতিক প্রতিভাকে লালনে সরকারের আন্তরিক প্রয়াস অব্যাহত আছে।
এ ছাড়া, এদেশের সৃষ্টিশীল তরুণদের গ্লোবাল মিডিয়া মেকার হিসেবে তৈরি করতে নেটফ্লিক্স ও অ্যামাজনের পরিচালকদের মাধ্যমে প্রশিক্ষণের আয়োজন করা হবে। এসব কথা বলেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকসন বুধবার অপরাহ্ণে সচিবালয়ে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
এ সময় ফারুকী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা ও সাংস্কৃতিক দল বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উপদেষ্টা জানান, তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা ঢেলে সাজাচ্ছেন, যাতে পরবর্তী সরকার এসে প্রাধান্য ভিত্তিতে কাজ করতে পারে।
তিনি আরও জানান, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের উৎসব ঈদ প্রথমবারের মতো বর্ণাঢ্যভাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পালন করেছে। এ ছাড়া নববর্ষসহ সকল সম্প্রদায় ও নৃ-গোষ্ঠীর উৎসব সাড়ম্বরে উদযাপন করা হয়েছে।
সাক্ষাৎ পর্বে জানানো হয়, বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া প্রত্নতাত্ত্বিক সম্পদ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে বাংলাদেশের সঙ্গে নানা কর্মসূচি গ্রহণের কথা জানালে উপদেষ্টা তা স্বাগত জানান এবং তাঁকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সানজানা