
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
এখনো দেশে সংস্কারের খবর নাই অথচ একদল শুধু নির্বাচন চাইছে। এই নির্বাচনের জন্য তো ছাত্র-জনতা জীবন দেয় নাই। তারা দেশের মানুষের ন্যায্যতা ও সমতার জন্য জীবন দিয়েছে। তাই মৌলিক সংস্কার না হলে নির্বাচনের দাবি করা তাদের রক্তের সঙ্গে বেঈমানি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। মঙ্গলবার সন্ধ্যায় শকুনি লেকেরপাড় মাদারীপুরে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাইয়ের শায়েখ মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, গতবছর জুলাই আগস্টে যে আন্দোলন করা হলো, সেখানে মূল দাবি ছিল বৈষম্যবিরোধী আন্দোলন। তারা দেওয়ালে দেওয়ালে লিখেছিল, দেশের মানুষের সাম্যতা চাই, সংস্কার চাই ও অধিকার চাই।
কিন্তু সারাদেশের কোথাও কোনো দেওয়ালে তো লেখা ছিল না, আমরা ভালো একটা নির্বাচন চাই। সেটা কোথাও আন্দোলনকারীরা বলেনি। অথচ একদল শুধু নির্বাচন নির্বাচন করছে। দেশের কোথাও এখনো সংস্কারের খবর নাই। তাই সংস্কার ছাড়া নির্বাচন হতে দেব না।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ। যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না, যারা লাঙল নিয়ে নির্বাচন করে তারা লাঙল চালাতে পারে না। এসব হলো গরিবদের মার্কা। আসলে নির্বাচনে মার্কা নিয়েছে গরিবদের, কিন্তু একজনও গরিব না। তার মানে তাদের কথার সঙ্গে কাজের মিল নেই। কিন্তু হাতপাখার যে নির্বাচন করে সে-ও হাতপাখা ঘুরাতে পারে। এ সময় তিনি আগামীতে হাতপাখাকে ভোট দিয়ে ইসলামী হুকুমতে দেশ চালানোর জন্য সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। মাদারীপুর জেলার তিনটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন প্রার্থীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর শাখার সভাপতি তালুকদার মুহাম্মাদ দেলোয়ার হুসাইন। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুব আন্দোলনের সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ মারুফ শেখ, কেন্দ্রীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরী ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মুফতি রেজাউল করীম আবরার।
প্যানেল হু