ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার ওপর হামলা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ০০:৫৬, ২৪ জুলাই ২০২৫

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার ওপর হামলা

বাগেরহাটে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবু গোলদার (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। রাত ৯ টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বেনেগাতি মোড়ে এ ঘটনা ঘটে। আহতের ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা চলে যায়। এরপর তাকে উদ্ধার করে বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বাবু গোলদার জানান, তার জামাতা ওমানে থাকেন। মেয়ে আকাশি তার মেয়েসহ যাত্রাপুর বাজার এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। সেখানে আফরা গ্রামের কুদ্দুস শেখ, হাসান শেখ, হোসেন শেখ, মেহেদী ও মোহাম্মদ সোহেল নামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল।

বিষয়টি জানার পর রাত ৯ টার দিকে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে তিনি বেনেগাতি মোড়ে যান। তখন হঠাৎ হাসান ও হোসেন রামদা দিয়ে তার মাথায় কোপ মারার চেষ্টা করে। তিনি কিছুটা সরে গেলেও কোপটি তার চোখের ওপরে লাগে। এরপর তিনি পড়ে গেলে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। স্থানীয়রা তার চিৎকার শুনে দ্রুত এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

তবে অভিযুক্ত হোসেন বলেন, "আকাশি ও সোহেল আলী ডাক্তারের বাড়িতে ভাড়াটিয়া। তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, তবে হামলার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।"

বাগেরহাট সদর মডেল থানার ওসি বলেন, “এ বিষয়ে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

রাজু

×