
এইচএসসি ও সমমানের স্থগিত দুই পরীক্ষা একই দিনে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। একই সঙ্গে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের কাজে কোনো ব্যত্যয় হয়নি দাবি করে নিজ থেকে পদত্যাগ করার কোনো ইচ্ছা তার নেই বলে জানান তিনি।
যদিও বুধবার বিকেলেই আন্তঃশিক্ষা বোর্ড স্থগিত দুই পরীক্ষার পৃথক তারিখ ঘোষণা করেছে।
বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী—২২ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রসায়ন দ্বিতীয় পত্র (তত্ত্বীয়), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব পরীক্ষা আগামী ১৭ আগস্ট (রবিবার) অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে স্বাক্ষর করেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার।
আর সময়সূচিতে ২৪ জুলাইয়ের অর্থনীতি প্রথম পত্র ও প্রকৌশল অঙ্কন ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষাগুলো আগামী ১৯ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।
এছাড়াও, গত ১০ জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পদার্থবিজ্ঞান (১ম পত্র), হিসাববিজ্ঞান (১ম পত্র), যুক্তিবিদ্যা (১ম পত্র) আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।
ঢাকা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার ভূগোল (২য় পত্র) পরীক্ষাটি স্থগিত হয়েছিল ১৭ জুলাই। এটি ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।
সানজানা