
নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, এটাই একটি মহলের আতঙ্কের মূল কারণ বলে মন্তব্য করেছন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপি নেতা মনির খান।
তিনি বলেন, এই আশঙ্কা থেকে একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। কিন্তু সেই ষড়যন্ত্র কোনোভাবেই বিএনপি মেনে নেবে না।
জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হবেন। এই ভয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে, কীভাবে নির্বাচকে বানচাল করা যায়। বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটছে, তা গত সরকারের বিদায়ে তাদের প্রতিষ্ঠিত করার জন্য ছোটখাটো পিচ্চি পোলাপান দিয়ে যে দল গঠন করা হয়েছে, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে-ময়দানে অরাজকতা সৃষ্টি করছে তারা।
বিএনপি সবকিছু শান্তভাবে সামাল দিচ্ছে জানিয়ে তিনি বলেন, যদি তারেক রহমান শান্ত হতে না বলেন, এই ফিডার খাওয়া পিচ্চি পোলাপানদের অবস্থা কোথায় যাবে তা আপনারা একবার ভেবে দেখুন।
মনির খান জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বরাবরই বলেছেন শান্ত থাকো। কোনো প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়। যে কারণে আমরা শান্ত থেকে সারাদেশে জাতীয়তাবাদী শক্তির যেসব নেতৃবৃন্দ রয়েছেন, তাদের মুখের দিকে তাকিয়ে সাধারণ কর্মীরা এখনো চুপ রয়েছেন।
মনির খান রাজনৈতিক হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা যদি ভেবে থাকেন আপনাদের এই কোটাভিত্তিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জন্য আপনাদের সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা বাস্তবায়ন করতে চান, সেটা কখনো বাংলাদেশের মানুষ বরদাশত করবে না।
সানজানা