ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

মাহরীনের বীরত্বের প্রশংসা করে যা বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২০:৫০, ২৩ জুলাই ২০২৫

মাহরীনের বীরত্বের প্রশংসা করে যা বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত।

উত্তরার মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরিন চৌধুরীর সাহসিকতা ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম লেখেন, “ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার হৃদয়বিদারক খবরে আমি গভীরভাবে শোকাহত। এতে বহু শিশুর প্রাণহানি হয়েছে এবং আরও শতাধিক আহত হয়েছে। বাংলাদেশের জনগণের জন্য আমার হৃদয় ভেঙে গেছে।”

তিনি লিখেছেন, “নিহতদের মধ্যে ছিলেন মাহেরিন চৌধুরী নামের এক শিক্ষিকা, যিনি অসীম সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে আনেন এবং পরে ধোঁয়া ও আগুনের মধ্যে আরও শিশুদের বাঁচাতে ফিরে যান। এই আত্মত্যাগ জাতীয় গণ্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী সম্মান পাওয়ার যোগ্য। এটি সত্যিই অনন্য সাহসিকতার উদাহরণ।”

আনোয়ার ইব্রাহিম আরও জানান, তিনি অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখে মালয়েশিয়ার পক্ষ থেকে সমবেদনা জানাবেন এবং এই দুঃসময়ে বাংলাদেশের ভাইবোনদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করবেন।

তিনি বলেন, “আমরা প্রত্যেকটি প্রাণহানিতে শোকাহত এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আমাদের হৃদয় একাকার করছি।”

নুসরাত

আরো পড়ুন  

×