
ইয়াশ রোহান
অভিনেতা ও মডেল ইয়াশ রোহান। ওয়েব মাধ্যমে ও টিভি নাটক নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে তার। সম্প্রতি গানচিল ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তার নাটক ‘নসীব’। এ নাটকটি দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। দর্শকের কাছ থেকে অভিনেতা বেশ সাড়া পাচ্ছেন বলে জানান।
ইয়াশ রোহান বলেন, ‘এর ট্রেলার প্রকাশের পর থেকেই এটি নিয়ে দর্শকদের বেশ আগ্রহ দেখছি। এতে উঠে এসেছে প্রেম, বিশ্বাস, প্রতিশোধ আর অতিপ্রাকৃত শক্তির টানাপোড়েন। রয়েছে ব্ল্যাক ম্যাজিকও। যে কারণে দর্শক নাটকটি পছন্দ করেছেন। সামাজিক মাধ্যম থেকেও ইতিবাচক সাড়া মিলছে। আসলে দর্শক ভালো গল্প দেখতে চায়। এটি বারবারই প্রমাণ হয়েছে। ইউনিক প্যাটার্নের কাজ এটি। এ কারণে নাটকটি যে দর্শকপ্রিয় হবে আগে থেকেই জানতাম।’
অন্যান্য নাটক থেকে এটি কতটা আলাদা? এ প্রসঙ্গে অভিনেতারর ভাষ্য, ‘গল্প ভাবনা থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত পুরো কাজেই তানিম রাহমান অংশু রেখেছেন নিজস্বতার ছাপ। সাধারণ সিনেমায় ট্রেলার প্রকাশ করতে দেখা যায়। কিন্তু এর ট্রেলার এনে নির্মাতা চমক দেখিয়েছেন। সাইকো থ্রিলার এবং ব্ল্যাক ম্যাজিকের মিশেল থাকায় চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেরও নতুন অভিজ্ঞতা হয়েছে। গল্প ও নির্মাণে বৈচিত্র্য আছে। সব মিলিয়ে এটি অন্যান্য নাটক থেকে অনেকটাই আলাদা বলে আমি মনে করি।’
এ নাটকে আপনাকে দেখা গেছে পুলিশের চরিত্রে। চরিত্রটি কতটা চ্যালেঞ্জিং ছিল? উত্তরে রোহান বলেন, ‘অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয় করার চেষ্টা করছি। গতানুগতিক যে চরিত্রে অভিনয় করি, তা থেকে এটি ছিল অনেকটা ভিন্ন। তাই চরিত্রটিকে ধারণ করতে একটু সময় লেগেছে। চেষ্টা করেছি, চরিত্রটি ফুটিয়ে তুলতে। কতটা পেরেছি দর্শক তা ভালো বলতে পারবেন। অংশু ভাই কাজে খুব স্বাধীনতা দিয়েছেন। এ কারণে কাজটি আরামেই হয়েছে। পুলিশ চরিত্রটিতে অভিনয়ের অনেক জায়গা ছিল।’
আপনার অভিনীত ‘ভালো থেকো’ নাটকটিও দর্শক পছন্দ করেছেন? এটি নিয়ে আপনার মন্তব্য কী? তিনি বলেন, ‘এ কাজটি থেকেও বেশ সাড়া পাচ্ছি। ইতোমধ্যে নাটকটির প্রায় ৫ মিলিয়ন ভিউ হয়েছে। এটি আমাকে ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে। তানজিম সায়রা তটিনীর সঙ্গে আমার পর্দা রসায়ন আবারও বেশ উপভোগ করেছে।’ নতুন কাজ নিয়েও ইয়াশ কথা বলেন। সম্প্রতি শালিক বালিকা নামে একটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এতে তার বিপরীতে দেখা যাবে তটিনীকে। সামনে আরও কিছু কাজের কথা চলছে।
তটিনীর সঙ্গে বেশির ভাগ নাটকেই ইয়াশক দেখা যাচ্ছে। ইয়াশ-তটিনী কী আরও পোক্ত জুটি হতে চলেছে?
অভিনেতা বলেন, ‘এটি নির্ভর করে সম্পূর্ণ দর্শকের ওপর। তারা যদি আমাদের জুটিকে একসঙ্গে দেখতে চায়, আমরা একের পর এক কাজ করতে থাকব। দর্শক আমাদের জুটির কাজ তো বেশ গ্রহণ করছে। একসঙ্গে অনেক নাটকে অভিনয় করলে কাজের বোঝাপড়াটাও ভালো হয়।’
নাটকের কাজের জন্যই কী ওটিটিতে কাজ কমিয়ে দিয়েছেন? এ অভিনেতা জানান, ওটিটিতে মনমতো কাজ পাচ্ছেন না তিনি। আরও বলেন, ‘ভালো গল্প চরিত্র পাইনি বলে কাজ কম করছি। তার চেয়ে বড় কথা হলো, আমি নাটকেই বেশি ফোকাস।’
অনেকেই বড় পর্দায় করার পর ছোট পর্দাকে একেবারে গুডবাই জানান। আপনি উল্টো পথে হাঁটছেন কেন? ইয়াশ বলেন, ‘একজন অভিনেতা সব মাধ্যমেই অভিনয় করতে পারেন। বড় পর্দা, ছোট পর্দা এবং ওটিটি এ তিন মাধ্যমে আলাদা করে দেখার প্রয়োজন হয় না। নাটক, সিনেমা, ওয়েব সিরিজ সব জায়গাতেই তো আমাকে অভিনয়ই করতে হয়। তাহলে কেন মাধ্যম বিচার করব? সেটা আগেও করিনি, এখনো চাই না কাজের চেয়ে মাধ্যমকে বড় করে দেখতে; বরং যে গল্প ও চরিত্র দর্শকের সামনে তুলে ধরছি, সেটা তাদের মনে ছাপ ফেলল কিনা সেটাই আমার কাছে বড় বিষয়।’
প্যানেল হু