ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা এ্যানি

প্রকাশিত: ১৮:৫১, ২৩ জুলাই ২০২৫

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা এ্যানি

ছবি: সংগৃহীত

 

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় খালাস পেয়েছেন।

আজ বুধবার (২৩ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

এ্যানির আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী জানান, রায়ে আদালত বলেন, প্রসিকিউশন তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে, ফলে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলার বিচারকাজে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ রায় দেওয়া হয়। ২০১৬ সালের ২৪ মে একই আদালতে এ্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে তিনি হাইকোর্টে রিট পিটিশন করলে কার্যক্রম স্থগিত হয় এবং ২০১৯ সালের ১৪ মে হাইকোর্ট মামলার কার্যক্রম আবার শুরু করতে নির্দেশ দেন।

২০১৪ সালের ৯ অক্টোবর দুদকের উপ-পরিচালক মনজুর মোর্শেদ রমনা থানায় মামলাটি দায়ের করেন, যাতে এ্যানির বিরুদ্ধে ১ কোটি ৪০ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং ১৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। মামলায় বলা হয়, মাত্র ১০ মাসে তার সম্পদ ১ কোটি ৪৮ লাখ টাকা বেড়ে যায়, যার বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। তবে সব দিক বিবেচনায় আদালত তাকে দায়মুক্তি দিয়েছেন।

 

শিহাব

×