
রংপুরের কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচি -২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকেলে কাউনিয়া কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহাজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ–সভাপতি ফয়সাল আহমেদ সজল, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিচুর রহমান লাকু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খান উজ্জ্বল, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান লাকু বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বিএনপির সদস্য হতে পারবে না, তিনি আরও বলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। এছাড়া আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন না দিলে সকল নেতাকর্মীদের রাজ পদে থাকার আহবান জানান,
সদস্য ফরম বিতরণের সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। ‘তারেক রহমান জিন্দাবাদ’, ‘বিএনপি জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
Jahan