ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সিনেমার বাইরে বুবলী

আনন্দকণ্ঠ ফিচার

প্রকাশিত: ২০:৫৭, ২৩ জুলাই ২০২৫

সিনেমার বাইরে বুবলী

শবনম বুবলী

প্রথমবারের মতো সিনেমার বাইরে আসছেন জনপ্রিয় অভিনেত্রী  শবনম বুবলী। আজ প্রকাশ হবে তার অভিনীত একটি ড্যান্স নাম্বার। ‘ময়না’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে। এতে তার সঙ্গে নাচতে দেখা যাবে অভিনেতা শরাফ আহমেদ জীবনকেও। গানটি ‘গানচিল মিউজিক’-এর নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান। আর প্রথম গানেই দারুণ চমকে দিতে চাইছে বুবলীকে নিয়ে। গানটি গেয়েছেন জাতীয় পুরস্কার পাওয়া সংগীতশিল্পী কোনাল। আসিফ ইকবালের কথায় এর সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। কোনালের সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার।
‘মিস বুবলী’, ‘আগুন লাগাইও’, ‘সুরমা সুরমা’, ‘তুমি আমার জীবন’ ও ‘মেঘের নৌকা’সহ বেশ কিছু হিট গানে বুবলীকে দারুণ পারফর্ম করতে দেখা গিয়েছে। সে গানগুলোর নাচ  ও কথা ছড়িয়ে পড়েছে সাধারণ দর্শকদের মাঝেও। সেই বুবলী এবার নাচলেন ‘ময়না’ শিরোনামের গানে। এদিকে গানচিল এর আগে ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’ এবং ‘গার্লফ্রেন্ডের বিয়া’র মতো মজার, নাচের ছন্দে ভরা গান উপহার দিয়ে আলোচনায় এসেছে। সেই ধারাবাহিকতায়  এবার ‘ময়না’ গানকেও পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠাটি। ‘গানচিল মিউজিক’ ইউটিউব চ্যানেল প্রকাশ পাবে এটি।
সিনেমার বাইরে কেনো এমন একটি গানেরর মডেল হিসেবে যুক্ত হলেন বুবলী? প্রশ্ন রাখলে নায়িকা  বলেন, বলতে পারেন এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। এর আগে সিনেমার অনেক গানে নেচেছি। শুধু মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারে একেবারেই নতুন অভিজ্ঞতা। আসিফ ভাইয়ের লেখায় কোনাল আপু গানটি গেয়েছেন। গানটি এতটাই পার্টি মুডের যে গানটা একবার শুনলেই নাচতে ইচ্ছে করে। পুরোপুরি নাচের গান। মনে হয়েছে, স্টেজে সব সময় যেটা পারফর্ম করা যায়, এমন একটি গান আমারও থাকা উচিত। সে হিসেবে করেই সিনেমার বাইরে হলেও গানটিতে পারফর্ম করা।
গানটির গীতিকার  আসিফ ইকবাল ববুবলীর একটি ছবি সামাজিক যোগাযোযোগ মাধ্যমে শেয়ার করে লেখেন, ‘বুবলী আসছে ময়না হয়ে/ ময়না নাচবে, ময়না নাচাবে।’ এর আগে ১৬ জুলাই নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনের ছবি শেয়ার করে গানটির ইঙ্গিত দিয়েছিলেন, লিখেছেন, ‘জীবন কি আসলে বদলায়?’ ছবির ওপর লেখা ছিল, ‘আগুন লাগাইয়া বুকে কই পালালি’।
গানটি নিয়ে কণ্ঠশিল্পী কোনাল বলেন, আসিফ ভাইয়ের যে ধরনের গান লেখেন ময়না তার চেয়ে ভিন্ন ধরনের গান।  তার লেখা ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘মেঘের নৌকা’ গেয়েছি আমি। সেগুলো পুরোপুরি সিয়াস রোমান্টিক গান। এবার ময়না গানটি একদিন আমাকে  শুনিয়ে বললেন গাইতে। দারুণ পার্টি সং। বিনাবাক্যে রাজি হয়ে গেলাম। দারুণ নাচের গান। বুবলী এতে পারফর্ম করলেন। এটা আরও দারুণ সমন্বয়।
গানভিডিওটের চিত্রনাট্য ও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানচিলে প্রকাশিত পূর্ববতী গানগুলোর ধারাবাহিকতা বজায় রেখে সেভাবেই ভিডিওটি বানানোর চেষ্টা করেছেন তিনি।  নির্মাতার ভাষ্য,  ‘গানচিলের সঙ্গে আমার নতুন কাজ নয়। তাই প্রতিষ্ঠানটির কাজের ধরন সম্পর্ক আমার জানা। গানচিল মিউজিকের বাংলা অরিজিনালস প্রজেক্টের প্রথম গান হওয়ায় আমাদের টার্গেট ছিল গানটা হোক মজার, নাচের, আর গানচিলের নিজস্ব ঘরানায়। সবার সহায়তায় গানটি দারুণ কিছু হয়েছে বলে আমার বিশ্বাস।’
ময়না গানের নৃত্য পরিচালনা করেছেন খালেদ মাহমুদ। গানচিলের কর্ণধার আসিফ ইকবাল বলেন, বাংলা গানের জগতে গানচিল মিউজিকের নিজস্ব একটা ধারা রয়েছে। আমরা সেই ধারাকেই আরও আধুনিক করে এই গানের মাধ্যমে প্রকাশ করছি। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।

প্যানেল হু

×