
ছবি: সংগৃহীত
স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছেন—তাঁকে ফিরিয়ে আনতে কালো জাদুর পথে হাঁটলেন মনোজ। আর তারই জেরে নিজের ভাইপো, মাত্র পাঁচ বছরের শিশু লোকেশকে ‘বলি’ দিলেন এক নির্মম ও লোমহর্ষক তন্ত্রসাধনায়। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের খৈরতাল জেলার মুন্দাওয়ার থানা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শিশু লোকেশকে লজেন্স কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান মনোজ। সেখানেই তাঁকে খুন করে খড়ের গাদার নিচে লুকিয়ে রাখা হয় মৃতদেহ। তার আগেই সিরিঞ্জ দিয়ে শিশুটির শরীর থেকে রক্ত সংগ্রহ করেন মনোজ, কালো জাদুর রীতির প্রয়োগ করতে।
পুলিশ জানায়, মনোজ তাঁর স্ত্রীর ফিরে আসার জন্য এক তান্ত্রিকের পরামর্শ নিয়েছিলেন। সেই তান্ত্রিক, যার নাম সুশীল কুমার, দাবি করেন—শিশুর রক্তই পারে স্ত্রীকে ফিরিয়ে আনতে। তিনি মনোজের কাছে ১২ হাজার টাকা দাবি করেন এবং একটি শিশুকে বলি দেওয়ার ‘পরামর্শ’ দেন। মনোজের স্বীকারোক্তি অনুযায়ী, তিনি নিজের স্ত্রীর ভাইপো লোকেশকে হত্যার জন্য বেছে নেন।
মুন্দাওয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাবীর সিং জানান, সরাই গ্রামের একটি খড়ের চালার নিচে শিশুটির মৃতদেহ উদ্ধারের পর সন্দেহভাজন হিসেবে মনোজকে আটক করা হয়। পরে জেরায় তিনি নিজের অপরাধ স্বীকার করেন। এ ঘটনায় মনোজ এবং তান্ত্রিক সুশীল কুমার—উভয়কেই গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দাবি, মনোজ একাকীত্ব ও মানসিক অবসাদে ভুগছিলেন। তার মধ্যে স্ত্রী চলে যাওয়ার ক্ষোভ এবং তান্ত্রিকের প্রলোভন—দুটির সমন্বয়ে তিনি চরমপন্থায় গিয়ে পৌঁছান। বর্তমানে তদন্ত আরও জোরদার করা হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না।
প্রসঙ্গত, গত বছর পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানেও এমনই এক তন্ত্রসাধনার ‘বলি’র ঘটনা প্রকাশ্যে এসেছিল। সেখানে মিলন নাইয়া নামে এক সাধুবাবার বিরুদ্ধে এক যুবককে হত্যার অভিযোগ ওঠে।
এই ঘটনার পুনরাবৃত্তি দেখিয়ে দিচ্ছে—দেশে এখনো অন্ধবিশ্বাস ও কালোজাদুর বিভীষিকা কতটা ভয়ানক হয়ে উঠতে পারে।
তথ্যসূত্র: ABP আনন্দ
Mily