ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বাবু জয়ন্ত কুমার কুন্ডু

কেউ কেউ হঠাৎ করে রাজনৈতিক দল গঠন করে, তাদের শরীর থেকেই যেন ফ্যাসিবাদের গন্ধ পাচ্ছি

প্রকাশিত: ১৭:০২, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ১৭:০৩, ২৩ জুলাই ২০২৫

কেউ কেউ হঠাৎ করে রাজনৈতিক দল গঠন করে, তাদের শরীর থেকেই যেন ফ্যাসিবাদের গন্ধ পাচ্ছি

কেউ কেউ হঠাৎ করে রাজনৈতিক দল গঠন করে, তাদের শরীর থেকেই যেন ফ্যাসিবাদের গন্ধ পাচ্ছি বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। 

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় মুজিবনগর উপজেলার রামনগর ফুটবল মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজন করে মুজিবনগর উপজেলা বিএনপি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

সম্মেলনের উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ ও জেলা বিএনপির সদস্য রোমানা আহমেদ।

সম্মেলনে বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেন, “বর্তমান সরকার দেশের একটি প্রেক্ষাপটে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আমরা সকলে মিলে তাদের বসিয়েছি। কিন্তু আর কালক্ষেপণ নয়—দেশে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে, মানুষ নানা সমস্যায় জর্জরিত। তাই ফ্যাসিবাদবিরোধী যে আন্দোলনের চেতনা—সেই চেতনাকে যদি বাস্তবায়ন করতে হয়, তবে অবিলম্বে একটি জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।”

ড. ইউনুসকে উদ্দেশ করে তিনি বলেন, “দেশে-বিদেশে আপনার সুনাম রয়েছে। আমরা কখনোই চাই না আপনি আপনার ক্ষমতাকে দীর্ঘায়িত করে বাংলাদেশের জনগণের রোষানলে পড়ুন। আমরা চাই, যে কারণে জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, সেই অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন সম্পন্ন করে সম্মানের সঙ্গে বিদায় নিলে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

তিনি আরও বলেন, “এক ফ্যাসিবাদের বিদায় হয়েছে, কিন্তু কেউ কেউ হঠাৎ করে রাজনৈতিক দল গঠন করে তাদের আচার-আচরণ ও কথাবার্তায় এমন আচরণ করছে—যাতে তাদের শরীর থেকেই যেন ফ্যাসিবাদের গন্ধ পাচ্ছি। আপনারা দল গঠন করেছেন, ভালো কথা। আসুন, যদি আপনাদের প্রতি জনগণের সমর্থন থাকে, তাহলে নির্বাচনের মাঠে আসুন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে হাসিনাকে বিতাড়িত করা হয়েছে, তার মতো আচরণ করলে আপনাদের পরিণতিও কিন্তু হাসিনার মতোই হবে। 

সানজানা

×