ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সৌদি আরবে চালু হলো প্রথম সরকারি শিল্প ও সংস্কৃতি একাডেমি

প্রকাশিত: ২০:৪৫, ২৩ জুলাই ২০২৫

সৌদি আরবে চালু হলো প্রথম সরকারি শিল্প ও সংস্কৃতি একাডেমি

ছবি: সংগৃহীত

সৌদি আরবের সংস্কৃতি ও শিক্ষামন্ত্রণালয় একটি শিল্প ও সংস্কৃতি একাডেমি চালু করেছে, যা দেশের প্রথম সরকারি পরিচালিত এই ধরনের স্কুল।

এই উদ্যোগের মাধ্যমে প্রতিভাবান তরুণদের শনাক্ত ও বিকাশের লক্ষ্য রাখা হয়েছে, সম্প্রতি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়।

প্রথম বর্ষে এই একাডেমি রিয়াদ ও জেদ্দায় পরিচালিত হবে এবং প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ভর্তি করবে।

একাডেমিতে স্বীকৃত একাডেমিক পাঠ্যক্রমের সঙ্গে বিশেষায়িত সাংস্কৃতিক প্রোগ্রামগুলো মিলিয়ে একটি উজ্জীবিত ও সমৃদ্ধ শিক্ষণ পরিবেশ তৈরি করা হবে, এসপিএ আরও জানিয়েছে।

শুরুতে চিত্রকলা, অভিনয়, সঙ্গীত ও গান সম্পর্কিত প্রতিভাধর শিক্ষার্থীদের ওপর ফোকাস থাকবে। ভবিষ্যতে একাডেমির কার্যক্রম সমস্ত শিক্ষাগত স্তর ও দেশের সব অঞ্চলে প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করবে, যা প্রতিদিনের সময়সূচিতে সুষমভাবে বিভক্ত থাকবে।

একাডেমির শিক্ষাদিবস দুই ভাগে ভাগ করা হয়েছে: সকাল সেশনে একাডেমিক পড়াশোনা এবং বিকেলে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হবে, এসপিএ জানিয়েছে।

২০২৫/২০২৬ শিক্ষাবর্ষে রিয়াদের আল-নাখীল এলাকায় ছেলেদের জন্য এবং জেদ্দার আল-শেরাআ এলাকায় মেয়েদের জন্য একাডেমি উদ্বোধন করা হবে।

ভর্তি প্রক্রিয়ায় তিন ধাপ রয়েছে: অনলাইন রেজিস্ট্রেশন, পারফরমেন্স মূল্যায়ন ও সাক্ষাৎকার, এবং ভর্তি বিজ্ঞপ্তি। আসন সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আবেদন করতে পারবেন: engage.moc.gov.sa/cultural-talents-schools/#faq।

আবির

×