ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ইধিকার বিরতি

আনন্দকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬, ২৩ জুলাই ২০২৫

ইধিকার বিরতি

ইধিকা পাল

বাংলাদেশি সিনেমা ‘প্রিয়তমা’ দিয়ে বড় পর্দায় ইধিকা পালের উত্থান। প্রথম সিনেমাতেই শাকিব খানের বিপরীতে অনিন্দ্য অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে জয় করেছেন। এরপর একই অভিনেতার বিপরীতে ‘বরবাদ’ এবং কলকাতার দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায় অভিনয় করে পেয়েছেন সাফল্যের দেখা। বক্স অফিসে একের পর এক সিনেমা ব্লকবাস্টার হওয়ায় তিনি হয়ে উঠেছেন নির্মাতাদের প্রথম পছন্দের নায়িকা। যার সুবাদে ‘খাদান’-এর পর আরও একবার দেবের বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছেন এই অভিনেত্রী।

এবার তাকে দেখা যাবে কলকাতার আলোচিত সিনেমা ‘প্রজাপতি’-এর দ্বিতীয় কিস্তিতে। লন্ডনে জোরকদমে চলছে দেবের ‘প্রজাপতি ২’ ছবির শূটিং। ইতোমধ্যেই পুরো পরিবার নিয়ে ইংল্যান্ডের রাজধানীতে পৌঁছে গেছেন অভিনেতা-প্রযোজক দেব। এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইধিকা পাল। তার পাশাপাশি ‘প্রজাপতি-২’- অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখছেন টেলিভিশনের পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুন্ডু।
‘খাদান’, ‘রঘু ডাকাত’ এরপর ‘প্রজাপতি ২’-এ অভিনয় সূত্রে তৃতীয়বারের জন্য বড় পর্দায় দেবের সঙ্গে রোম্যান্সে মশগুল হতে চলেছেন ইধিকা। তবে এবার তার চরিত্রেই রয়েছে ছবির আসল টুইস্ট! প্রেমের আবহে মোড়া এই চরিত্রে ইধিকা কোন চমক আনবেন, তা নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল।
সিনেমায় আরও এক উল্লেখযোগ্য চমক ‘মিঠাই’-খ্যাত অনুমেঘা কাহালি। ছোট পর্দার দর্শকের কাছে পরিচিত এই মুখ এবার বড় পর্দায় দেবের চরিত্রের এক ঘনিষ্ঠ মানুষের ভূমিকায় ধরা দেবেন। খুব অল্পসময়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, এবার সিনেমায় কীভাবে বাজিমাত করেন সেটাই দেখার।
তবে এই সিনেমার জন্য ইধিকাকে লন্ডনে যেতে হচ্ছে না। আপাতত তিনি রয়েছেন কলকাতাতেই। সদ্য শেষ করেছেন সোহম চক্রবর্তীর সঙ্গে ‘বহুরূপ’ সিনেমার শূটিং। পাশাপাশি মুক্তির অপেক্ষায় ‘রঘু ডাকাত’-এর মতো বড় বাজেটের সিনেমা। আর তাই সাময়িক বিরতি নিয়েছেন ছোট পর্দা থেকে। যদিও নিজে বারবার বলেছেন, টেলিভিশনের মাটিতেই দাঁড়িয়ে আজকের এই সাফল্য পেয়েছেন তিনি।
একদিকে দেব, অন্যদিকে প্রজাপতি সিরিজের প্রাপ্ত জনপ্রিয়তা সব মিলিয়ে এই সিনেমাকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ইধিকা আর অনুমেঘার উপস্থিতি এই উন্মাদনাকে যে আরও বাড়াবে, তা বলাই বাহুল্য।

প্যানেল হু

×