
ছবি: সংগৃহীত
বিশিষ্ট লেখক ও আলোচক ফাহাম আব্দুস সালাম ছাত্রদেরকে উদ্ধার করতে গিয়ে নিহত হওয়া শিক্ষিকা মাহেরিন চৌধুরীকে নিয়ে একটি আবেগঘন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে সত্যিকারের বীরত্বের ঘটনা কম ঘটে। একজন মহিলা নিশ্চিত মৃত্যু জেনেও এতগুলো শিশুকে উদ্ধার করেছেন - এর সমতুল্য ঘটনা সম্ভবত আমি আমার জীবনে শুনি নাই বাংলাদেশে।
আজ ২৩ জুলাই (বুধবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ফাহাম আরো বলেন, এমন মহিয়সী নারীকে দেশের সর্বোচ্চ বেসামরিক পদক ও সম্মাননা দেওয়া উচিত। আপনারা যারা সরকারে আছেন অবশ্যই বিবেচনা করবেন। মানুষের সাহস কোনোদিনে ইউনিফর্ম পরে না। আমরা এই মহিলার সাহসকে চিরস্মরণীয় করে রাখতে চাই। আসুন আমরা এই মহান মহিলার জন্য আল্লাহর কাছে হাত তুলি।
ফারুক