
ছবি: সংগৃহীত
ঢাকার মাইলস্টোন কলেজে ভয়াবহ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুর করুণ মৃত্যুতে গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। এই মর্মান্তিক দুর্ঘটনায় শিশুসহ বহু প্রাণহানি এবং শতাধিক আহতের ঘটনায় তিনি অত্যন্ত ব্যথিত বলে উল্লেখ করেন।
এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশের মানুষের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। এতগুলো শিশুর মৃত্যু এটি অসহনীয়। এই বিপর্যয়ের ক্ষত কেবল একটি জাতিকেই নয়, মানবতাকেই বিদীর্ণ করেছে।
তিনি বিশেষভাবে স্মরণ করেন শিক্ষক মাহেরিন চৌধুরীকে, যিনি নিজের জীবন বিপন্ন জেনেও একের পর এক শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে নিতে গিয়ে প্রাণ হারান। আনোয়ার তাঁর সাহসিকতা ও আত্মত্যাগকে অমর দৃষ্টান্ত বলে উল্লেখ করেন।
তিনি জানান, নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি লিখে মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করবেন।
আনোয়ার বলেন, এই শোকের মুহূর্তে মালয়েশিয়া বাংলাদেশের পাশে আছে। প্রতিটি নিহত প্রাণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আমরা শোকাভিভূত। আমরা তাদের জন্য প্রার্থনা করছি।
উল্লেখ্য, ঢাকার মাইলস্টোন কলেজে অনাকাঙ্ক্ষিতভাবে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে, যা দেশ-বিদেশে গভীর দুঃখ ও উদ্বেগের সৃষ্টি করেছে।
আসিফ