
ছবি- দৈনিক জনকণ্ঠ
বান্দরবানের লামায় আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় লামা মিরিঞ্জা এলাকার ডেঞ্জার হিল রিসোর্টের ১২নম্বর কটেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার হোসেন ঢাকার কেরানীগঞ্জের কালিগঞ্জ পশ্চিম পাড়া এলাকার আবু তাহেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুলাই ডেঞ্জার হিল রিসোর্টে এসে ১২ নম্বর কক্ষটি ভাড়া নেন আনোয়ার হোসেন। মঙ্গলবার রাতে পরের দিন সকালে নাস্তা দেওয়ার কথা বলে রুমে চলে যান তিনি। সকালে নাস্তা দেওয়ার জন্য হোটেল কর্মচারী ওই রুমে দরজা বন্ধ পেয়ে ঘুমাচ্ছেন ভেবে ফিরে আসেন। বেলা ১১টার সময় পুনরায় রুমের বেড়ার ফাঁক করে উঁকি দিলে রুমের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে লামা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
নোভা