ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

৫ বছরে ৩০টি উল্কাপিণ্ড! উল্কাপিণ্ড সংগ্রহই যার শখ

প্রকাশিত: ০৮:৩৮, ২৩ জুলাই ২০২৫

৫ বছরে ৩০টি উল্কাপিণ্ড! উল্কাপিণ্ড সংগ্রহই যার শখ

ছবি: সংগৃহীত

উল্কাপিণ্ড বা মেটিওরাইট সংগ্রহে অদম্য আগ্রহ সার্বিয়ার ইয়োভান চুলিয়োকোভিচের। গত পাঁচ বছর ধরে তিনি মহাকাশ থেকে আসা এই বিস্ময়কর পাথর সংগ্রহ করছেন। তার সংগ্রহে রয়েছে প্রায় ৩০টি উল্কাপিণ্ড।

শখের বসে শুরু করা এই সংগ্রহ এখন তার প্রিয় নেশায় পরিণত হয়েছে। চুলিয়োকোভিচ জানান, একবার প্রকৃতির মাঝে বের হলে তার চোখ থাকে মাটি ও পাথরের ওপর। বহুদিনের পর্যবেক্ষণ ও পড়াশোনার সুবাদে এখন তিনি সহজেই অনুমান করতে পারেন কোন পাথরটি উল্কাপিণ্ড হতে পারে।

তিনি বলেন, ‘আমি যখন প্রথম উল্কাপিণ্ড খুঁজে পাই, তখন থেকেই বিষয়টি নিয়ে পড়াশোনা শুরু করি। এখন আমি জানি কীভাবে চিনতে হয়। আমার চোখ যেন একটা স্ক্যানার হয়ে গেছে, যা সহজেই উল্কাপিণ্ড শনাক্ত করতে পারে।’

তার প্রিয় উল্কাপিণ্ডটি হলো সেই প্রথম পাওয়া পাথরটি। দেখতে যেমন সুন্দর, তেমনি আকৃতিও দৃষ্টিনন্দন। তিনি বলেন, ‘এটি আমি ভালোভাবে সংরক্ষণ করে রেখেছি, কারণ আবহাওয়ার সংস্পর্শে এলে এগুলো দ্রুত ম্লান হয়ে যায়।’

চুলিয়োকোভিচ জানান, উল্কাপিণ্ড শনাক্তের অন্যতম লক্ষণ হলো এতে অলিভাইন নামক একটি উপাদানের উপস্থিতি। বিজ্ঞানীদের মতে, মহাকাশ থেকে পৃথিবীতে পড়া এই শিলাগুলো সৌরজগতের আদিযুগের নিদর্শন বহন করে, যা গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে আলোকপাত করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ও আলফা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি ড্রাগান গায়ইচ। তিনি বলেন, অপেশাদাররাও চুম্বকের সাহায্যে আয়রন মেটিওরাইট শনাক্ত করতে পারেন, কারণ এগুলোর ৯৬ শতাংশই লোহা ও নিকেল দিয়ে তৈরি।

তিনি আরও জানান, বালির মধ্যে চুম্বক টেনে আনলে যেসব ক্ষুদ্র কণা আটকে থাকে, সেগুলোই মাইক্রো মেটিওরাইট হতে পারে। আর যখন উল্কাপিণ্ড বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন তাপের কারণে এর গায়ে গ্লাসের মতো একটি স্তর তৈরি হয়।

নাসার তথ্য অনুযায়ী, প্রতিদিন পৃথিবীতে গড়ে ৪৮.৫ টন বা প্রায় ৪৪ হাজার কেজি উল্কাপিণ্ড পড়ে। তবে এর মধ্যে বেশিরভাগই বাতাসে পুড়ে ধুলায় পরিণত হয়।

নিজের সংগ্রহের মূল্য নির্ধারণ করতে চান না চুলিয়োকোভিচ। তার ভাষায়, ‘এটা আমার কাছে অর্থের বিষয় নয়। এটা আমার আনন্দ, ভালোবাসা–প্রিয় জিনিস সংগ্রহের মতো একটা বিষয়।’

 

সূত্র: ডয়েচে ভেলে।

রাকিব

×