ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

কসমেটিক সার্জারির খরচ চালাতে ২০ কোটি টাকা চুরি 

প্রকাশিত: ১৪:৩১, ২৩ জুলাই ২০২৫

কসমেটিক সার্জারির খরচ চালাতে ২০ কোটি টাকা চুরি 

কসমেটিক সার্জারি

এক  নারী ক্যাশিয়ার নিজের কসমেটিক সার্জারির খরচ চালাতে প্রতিষ্ঠান থেকে ১ কোটি ৭০ লাখ ইউয়ান (প্রায় ২০ কোটি টাকা) আত্মসাৎ করেছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সাংহাইয়ের একটি ফুল ও গার্ডেনিং সার্ভিসের কোম্পানিতে ৮,০০০ ইউয়ান (প্রায় ১ লাখ টাকা) মাসিক বেতনে কাজ করতেন ৪১ বছর বয়সি এই নারী, যিনি ‘ওয়াং জিং’ ছদ্মনামে পরিচিত। ২০১৮ সালে প্রতিষ্ঠানটির মালিক স্যু-এর সঙ্গে অনলাইন ব্যাংকিং সিস্টেমে লেনদেনের দায়িত্ব পান ওয়াং। মালিক তার ওপর ভরসা করে প্রতিষ্ঠানটির আর্থিক বিষয় দেখভাল করতে দেন।

কিন্তু ওয়াং সেই আস্থার সুযোগ নিয়ে প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টকে নিজের ব্যক্তিগত ভল্টে পরিণত করেন। তিনি স্বীকার করেছেন, তার একমাত্র লক্ষ্য ছিল কোম্পানির অর্থ নিজের অ্যাকাউন্টে সরিয়ে নিয়ে ব্যক্তিগত খরচে ব্যবহার করা। ওয়াং বলেন, ‘আমি নিজের রূপ-যৌবন ধরে রাখতে ও প্রশংসা পেতে অন্ধভাবে অর্থ ব্যয় করেছি, কোনো পুরুষের পেছনে নয়।’

প্রতিবেদনে বলা হয়েছে, ছয় বছরে ওয়াং প্রতি বছর চারবার করে কসমেটিক সার্জারি করান, প্রতিবারের খরচ ছিল গড়ে ৩ লাখ ইউয়ান (প্রায় ৩৬ লাখ টাকা)। সামাজিক যোগাযোগমাধ্যমে ধনীর সন্তান হিসেবে পরিচিতি পেতে প্রতি বছর ২০ লাখ ইউয়ান (প্রায় ২ কোটি টাকা) ব্যয় করতেন তিনি। ডায়মন্ড ব্রেসলেট, দুষ্প্রাপ্য কুমিরের চামড়ার হ্যান্ডব্যাগসহ বিলাসবহুল পণ্যে অর্থ ঢেলেছেন। এছাড়া ম্যাকাওয়ের ক্যাসিনোতেও জুয়ার আসরে অংশ নিতেন ওয়াং।

২০২৪ সালের জুলাইয়ে ট্যাক্স কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিতে হঠাৎ তল্লাশি চালালে হিসাব ও ট্যাক্স ঘোষণার মধ্যে অমিল ধরা পড়ে। তখন কোম্পানির অ্যাকাউন্টে কোনো অর্থ অবশিষ্ট ছিল না, ফলে মালিক স্যু নিজের সঞ্চয় থেকে কর্মীদের সামাজিক নিরাপত্তা সুবিধার অর্থ পরিশোধ করতে বাধ্য হন।

পরবর্তীতে সাংহাইয়ের চ্যাঙনিং জেলা পিপলস প্রসিকিউটর অফিস ওয়াং জিং-এর বিরুদ্ধে আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। মামলাটি চলমান রয়েছে।

 সাউথ চায়না মর্নিং পোস্ট

তাসমিম

×