
মাহেরিন চৌধুরী
নিহত মাহেরিন চৌধুরী (৪২) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা, যিনি বিমান দুর্ঘটনায় অন্তত ২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে নিজের জীবন উৎসর্গ করেন। দুর্ঘটনার পর মাহেরিনকে আগুনের মধ্যে থেকে একে একে শিক্ষার্থীদের উদ্ধার করতে দেখা যায়। শেষ পর্যন্ত তিনি জীবিত না থাকলেও অনেককে বাঁচিয়ে যান।
মঙ্গলবার বিকেল ৪টায় নীলফামারীর জলঢাকা পৌরসভার চৌধুরীপাড়ায় জানাজার পর তাকে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজায় গ্রামবাসীসহ রাজনৈতিক নেতারা অংশ নেন।
মাহেরিনের স্বামী মনসুর আলী হেলাল বলেন, সে আমাকে বলেছিল, ‘আমার সন্তানদের কথা মনে করে আমি কীভাবে চলে আসি?’ আমি তাকে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি।
মাহেরিনের দুই ছেলে আয়ান রহীদ মিয়াদ ও আদিল রহীদ মাহিব বলেন, ‘আমরা গর্বিত, মা তার জীবন দিয়ে আমাদেরকে রক্ষা করেছেন। তিনি একজন সত্যিকারের যোদ্ধা।’
মাহেরিন চৌধুরী শিক্ষকতার পাশাপাশি গরিব মানুষদের সহায়তায়ও হাত বাড়িয়েছিলেন। তিনি বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পরিবারে মা, বাবা, দুই ভাই ও এক বোন রয়েছেন।
প্যানেল