ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ, আগামীকালের পরীক্ষাও স্থগিত

রাত তিনটার পর এইচএসসি পরীক্ষা স্থগিতের জেরে  শিক্ষা সচিবকে প্রত্যাহার

জনকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ০০:২৫, ২৩ জুলাই ২০২৫

রাত তিনটার পর এইচএসসি পরীক্ষা স্থগিতের জেরে  শিক্ষা সচিবকে প্রত্যাহার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। ক্লাস কক্ষে হঠাৎ করেই আছড়ে পড়লো যুদ্ধবিমান। মুহূর্তেই বহু সজীব প্রাণ নিভে গেল এক এক করে। ক্ষুদে শিক্ষার্থীদের মৃত্যুর শোকে সারাদেশ তখন মুহ্যমান। সোমবার এই ঘটনার পর পরীক্ষার্থীদের পক্ষে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়।

কিন্তু পাত্তা দেয়নি শিক্ষা প্রশাসন। পরে গভীর রাতে শিক্ষা মন্ত্রণালয় নয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত যখন জানানো হয়েছে তাতে শিক্ষার্থীদের কোনো কাজে লাগেনি। রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণার পরও শিক্ষা মন্ত্রণালয় তথা শিক্ষা প্রশাসনের এহেন কর্মকাণ্ডে জনঅসন্তোষ বেড়েছে। একই সঙ্গে শিক্ষা প্রশাসনের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন নানা মহল। আর এই সুযোগে শিক্ষার্থীদের ক্রোধকে কাজে লাগিয়ে আন্দোলনে জড়ানোর পরিকল্পনা চলছে। যার সঙ্গে মিশে গেছে নিষিদ্ধ ছাত্রলীগ।

সর্বশেষ সচিবালয়ের মতো জায়গায় শিক্ষার্থীরা ঢুকে পড়ে। ভাঙচুর করে গাড়ি। যা নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হতে হয়েছে। আর তাতেই অন্তত ৮০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। প্রশ্ন উঠেছে শিক্ষা প্রশাসন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীদের ক্রোধ নিয়ন্ত্রণ করা যেত। কিন্তু পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থতা ও শিক্ষর্থীদের সেন্টিমেন্ট না বুঝতে পারায় প্রত্যাহার করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে। সেই সঙ্গে আগামীকাল বৃহস্পতিবারের পরীক্ষাও স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ নানা দাবিতে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর থেকেই ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা সড়কে বের হয়। একই সঙ্গে দেশের অনেক জেলায় বিশেষ করে বগুড়া, নওগাঁ, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, যশোর, রাজবাড়ী ও রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এর মধ্যে কুমিল্লা, যশোর ও রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করা হয়।
শিক্ষার্থীরা জানান, মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, হতাহত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ, গভীর রাতে চলমান এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের প্রতিবাদ, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের পদত্যাগ, শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে দায়িত্ব থেকে অপসারণ, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরানো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করতে হবে। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তান এলাকায় শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা গেছে। একাধিক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করে জানান, এই ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রভাবিত করছে। তারাও নানাভাবে আন্দোলনে যুক্ত হয়ে মোড় ঘোরাতে চাইছে।
তবে এদিন বিকেলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় জানান, মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদন্তে শিগগির কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। এরই মধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যে কোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।
পরীক্ষা স্থগিত দেরিতে হওয়ার কোনো কারণ জানাতে পারেনি শিক্ষা বোর্ড। সময় মতো এ সিদ্ধান্ত নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক থাকতো বলেও মনে করেন বোর্ড কর্মকর্তারা। কিন্তু তাদের কাছে মন্ত্রণালয়ের পক্ষে এমন কোনো মেসেজও ছিল না। 
ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির জনকণ্ঠকে বলেন, আমরা সেকেন্ডারি সোর্সের মাধ্যমে জানতে পারি যে পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু এই সত্যতা ও সে অনুযায়ী বাস্তবায়ন চ্যালেঞ্জিং ছিল। আমি সর্বশেষ ভোর ৬টায় শিক্ষা উপদেষ্টাকে রিচ করতে পেরেছি। তিনি এর সত্যতা নিশ্চিত করার সঙ্গে আমি জেলা, উপজেলা ও কেন্দ্র সচিবদের জানিয়ে দেই। যে কারণে শেষ মুহূর্তে হলেও কোথাও প্রশ্ন খোলা বা এ ধরনের ঘটনা ঘটেনি।
 

প্যানেল মজি

×