ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি

সিএমএইচ এর মর্গে রাখা ৬টি মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি

প্রকাশিত: ০১:৫২, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ০২:১৩, ২৩ জুলাই ২০২৫

সিএমএইচ এর মর্গে রাখা ৬টি মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি

ছবি: সংগৃহীত

সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৭৮ জন। নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং একজন শিক্ষক।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত সিএমএইচ এর মর্গে রাখা ৬টি মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন পর্যন্ত সিএমএইচ এর মর্গে রাখা ৬টি মৃতদেহ সনাক্ত করা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতোমধ্যে মৃতদেহসমূহ থেকে ডিএনএ এনালাইসিস (প্রোফাইলিং) এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। অতিদ্রুত সিআইডি’র ল্যাবরেটরীতে ডিএনএ প্রোফাইলিং করা হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ইতোমধ্যে প্রকাশিত আহত ও নিহতদের তালিকায় যাঁদের সন্তান বা স্বজনের নাম নেই, সেসকল নিখোঁজ পরিবারের সদস্যদের মালিবাগস্থ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশ্যে নমুনা প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে। এ প্রসংগে উল্লেখ্য যে, এখন পর্যন্ত নিখোঁজ মাত্র একটি পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করে নমুনা প্রদান করা হয়েছে। নিখোঁজ পরিবারের সদস্যদের নমুনা পাওয়া গেলে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যেই ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে। সকলের সহযোগিতা কাম্য।’

 

সূত্র: https://www.facebook.com/share/1L86gYRiam/

রাকিব

×