ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বিধ্বস্তের আগ মুহূর্তে কন্ট্রোলরুমের সাথে পাইলটের শেষ কথা

প্রকাশিত: ০০:৫১, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ০৫:২৭, ২৩ জুলাই ২০২৫

বিধ্বস্তের আগ মুহূর্তে কন্ট্রোলরুমের সাথে পাইলটের শেষ কথা

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো প্রশিক্ষক ছাড়াই বিমান উড়িয়ে ইতিহাস গড়ার কথা ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের। তাঁর সলো ফ্লাইটের খবরে আনন্দে মেতেছিল পুরো পরিবার ও গ্রামের মানুষ। কিন্তু সেই উচ্ছ্বাস মুহূর্তেই পরিণত হয় চরম শোকে।

সোমবার দুপুরে একক ফ্লাইটে উড্ডয়ন করেন তিনি। আকাশে উঠে উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল ও রামপুরার আকাশে উড়তে থাকেন। তবে কিছু সময়ের মধ্যেই বিমানটিতে কারিগরি সমস্যার আভাস পান তৌকির। সাথে সাথে কন্ট্রোল রুমে রিপোর্ট করে তিনি জানান—‘বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচের দিকে নামছে।’

তৎক্ষণাৎ কন্ট্রোল রুম থেকে তাকে ঝুঁকি না নিয়ে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সাহসী এই পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যান বিমানটি রক্ষা করার। সর্বোচ্চ গতি (ম্যাক স্পিড) বাড়িয়ে বেজের দিকে ফেরার চেষ্টা করেন তিনি।

এরই মধ্যে কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার মাত্র এক থেকে দেড় মিনিট পরেই বিমানটি আছড়ে পড়ে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ক্লাসরুম বরাবর। মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হয় গোটা ক্যাম্পাস।

এটি ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম একক ফ্লাইট—যাকে বিমান বাহিনীতে বলা হয় ‘সোলো ফ্লাইট ট্রেনিং’। পাইলট প্রশিক্ষণের শেষ ধাপ এটি, যেখানে কোনো প্রশিক্ষক ছাড়াই সম্পূর্ণ নিজ দায়িত্বে বিমান উড়াতে হয়।

এই উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করতে পারলে দিনটি হতে পারত তার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, সেই দিনটিই হয়ে উঠল তার বিদায়ের দিন। গ্রামের বাড়ির আনন্দ মুহূর্তেই ঢেকে যায় কালো মেঘে।

বাংলাদেশ হারাল এক প্রতিশ্রুতিশীল, সাহসী ও দায়িত্বশীল ফাইটার পাইলটকে। বিমান বাহিনী ও জাতির জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন। নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং একজন শিক্ষক।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=MubmowHbc2s

রাকিব

×