
রাস্তায় দাঁড়িয়ে আছে সে নীরব,
পাথরের বুকে লেগে রক্তের চারদিক খরব।
বাঁকে বাঁকে গড়ায় জীবনের ধারা,
মাইলস্টোন জানে কত প্রাণ গেল সারা।
চাকা থামে না, থামে না গতি,
একটুখানি ভুলেই মুছে যায় স্মৃতি।
নীরব সাক্ষী সে দুর্ঘটনার কান্না,
রক্তের ছাপ নিয়ে দেয় কষ্টের ব্যাখ্যা।
চোখে নেই জল, তবু কাঁদে মন,
প্রতিটি সংখ্যায় লুকায় মৃত্যুর দহন।
নিরাপত্তার ডাক দেয় বারেবারে,
কে শুনে তার কথা, কে নেয় তা আপারে?
ও মাইলস্টোন, তুমি কি একটুখানি কেঁদেছিলে?
যখন শিশুর হাসি রাস্তায় ঝরেছিলে?
তুমি তো শুধু পথের দিশারী নও,
তুমি তো শহীদের চিহ্ন—রক্তাক্ত গল্পের ধ্বনি।
লেখকঃ মোঃ আমির হোসেন
সহকারী শিক্ষক
আলহাজ্ব মোঃ ইসমাইল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
জাজিরা-শরীয়তপুর।
রাজু