
ছবি: সংগৃহীত
স্মার্টফোন ধীর গতির হয়ে পড়েছে? মনে হচ্ছে স্টোরেজ ভরে গেছে? এর পেছনে দায়ী হতে পারে আপনার হোয়াটসঅ্যাপই! অনেকেই জানেন না, এই জনপ্রিয় মেসেজিং অ্যাপে জমে থাকা অপ্রয়োজনীয় ফাইলগুলো ফোনকে ধীর করে দিতে পারে মারাত্মকভাবে।
ভিডিও, ছবি, অডিও, ডকুমেন্ট—প্রতিনিয়ত কত কিছুই না আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে। এসব মিডিয়া ফাইল অটোমেটিক ফোনে সেভ হয়ে থাকে। দিনকে দিন এভাবে জমতে জমতে ফোনের মেমোরি হয়ে ওঠে ‘টাইম বোমা’। আর আপনি বুঝতেই পারেন না কোথায় জায়গা হারাচ্ছেন!
হোয়াটসঅ্যাপে রয়েছে ‘লুকানো ট্র্যাশ’!
অনেকেই জানেন না, হোয়াটসঅ্যাপে একটি ধরনের অস্থায়ী ‘ট্র্যাশ’ বা আবর্জনার জায়গা রয়েছে, যেখানে ডিলিট করা ফাইলগুলো কিছু সময়ের জন্য জমা থাকে। সময়মতো সেগুলো মুছে না ফেললে, তা-ই মেমোরি খেয়ে নেয় গিগাবাইটের পর গিগাবাইট।
যেভাবে খুঁজে পাবেন এবং মুছে ফেলবেন এই লুকানো আবর্জনা:
১. হোয়াটসঅ্যাপ খুলে ডান দিকের উপরের কোনায় থাকা তিনটি ডট-এ ক্লিক করুন।
২. সেখানে গিয়ে Settings > Storage and data-এ যান।
৩. এবার Manage storage-এ ক্লিক করুন।
৪. এখানে আপনি দেখতে পারবেন কোন কোন চ্যাট বা ফাইল বেশি জায়গা নিচ্ছে। অপ্রয়োজনীয় মিডিয়া চিহ্নিত করে ডিলিট করে দিন।
সতর্কতা: কোনো গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট করার আগে অবশ্যই ব্যাকআপ রাখুন।
মেমোরি খালি রাখার আরও কিছু কৌশল:
অটো-ডাউনলোড বন্ধ করুন: Settings > Storage and data-এ গিয়ে অপ্রয়োজনীয় অটো-ডাউনলোড অপশন বন্ধ করুন।
ফাইল কোয়ালিটি নিয়ন্ত্রণ করুন: ছবি বা ভিডিও পাঠানোর কোয়ালিটি কমিয়ে দিলে জায়গা বাঁচবে।
নিয়মিত চ্যাট ক্লিন করুন: বড় ভিডিও, ডুপ্লিকেট ছবি— সময় করে ডিলিট করুন।
ক্লাউড ব্যাকআপ: মনে রাখবেন, গুগল ড্রাইভ বা আইক্লাউডে ব্যাকআপ চালু থাকলে অনেক ফাইল এখনও সেখানে থেকে যাবে।
ফলাফল: ফোন হবে ঝরঝরে, পারফরম্যান্সে ফিরবে গতি
এই ছোট ছোট পদক্ষেপই আপনার স্মার্টফোনকে দিতে পারে নতুন প্রাণ। জায়গা ফাঁকা হবে, ফোন চলবে আগের চেয়েও দ্রুত।
তাই আর দেরি না করে, এখনই খুঁজে বের করুন আপনার হোয়াটসঅ্যাপের লুকানো ট্র্যাশ—আর ফিরে পান আপনার ফোনের গতি ও জায়গা।
সূত্র: https://3dvf.com/en/whatsapp-trick-to-clear-hidden-trash-and-free-up-several-gb/
রাকিব