
শালবনের বুকে ছায়া-ঢাকা পথ,
চারপাশে সবুজে আঁকা প্রকৃতির জগত।
ফুলের গন্ধে ভরে উঠে মন,
নানান রঙে রাঙা এক স্বর্গিক পলক-ক্ষণ।
ইতিহাসের পাতায় বাজে ব্রিটিশের ছায়া,
নীরব নিদর্শনে আজও বাজে মায়া।
প্রাচীন ইটে গাঁথা কালের কথা,
যেন বলে "ভুলে যেও না, আমি আছি এখতারা।"
বিহারের মাঝে জ্ঞান আর ধ্যান,
মনে পড়ে যায় প্রাচীন জ্ঞানের দান।
এই বিদ্যালয় নয় শুধু স্থাপত্যের খেলা,
এ যেন এক জাগ্রত ইতিহাসের মেলা।
চলো, হারিয়ে যাই এই সবুজ আবেশে,
শালবনের কোল ঘেঁষে নীরব ভালোবাসার বেশে।
যেখানে ইতিহাস, প্রকৃতি আর শিক্ষা
মিলে যায় এক মোহময় অনুভবে লেখা।
রাজু