
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঘটেছে হৃদয়বিদারক এক দুর্ঘটনা। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনায় আহত কলেজ সেকশনের এক শিক্ষার্থী বলেন, আমরা কলেজ সেকশনে যারা, তারা ক্লাস করতেছিলাম। যখন ছুটি হবে তখন হঠাত একটা আওয়াজ শুনি। ফার্স্টে আমরা ভাবছি টান্সমিটার বাস্ট হইছে, কারেন্ট গেছে এরকম কিছু। আমরা দৌড়ায় যাওয়ার পরে দেখি প্লেন বাস্ট হইছে। এসময় কলেজের ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত ভবনের শিক্ষার্থীদের বের করার চেষ্টা করেন বলেও জানান তিনি।
আহত শিক্ষার্থী বলেন, "আমি নিজেও একজনকে আনতে চাইছি। বাট ও আমার হাতেই গলে মারা গেছে, আমি আনতে পারি নাই। ট্রাই করছি অনেককে বাচানোর, পারি নাই।"
মুমু ২