ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ইবির মীর মুগ্ধ সরোবর: স্মৃতি, সৌন্দর্য আর প্রশান্তির জলছবি

মোহাম্মদ সা’দ,কন্ট্রিবিউটিং রিপোর্টার, ইসলামি বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত: ০০:৩২, ২২ জুলাই ২০২৫

ইবির মীর মুগ্ধ সরোবর: স্মৃতি, সৌন্দর্য আর প্রশান্তির জলছবি

দৈনিক জনকণ্ঠ

প্রকৃতি আমাদের জীবনের অকৃত্রিম সঙ্গী। এই প্রকৃতির মাঝে যদি থাকে শিক্ষা, স্মৃতি ও সংস্কৃতির সম্মিলন তবে তা হয়ে ওঠে হৃদয়ের সবচেয়ে আপন জায়গা। ঠিক তেমনই একস্থান আমাদের ইসলামি বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর। 

মীর মুগ্ধ সরোবর (মফিজ লেকের )ইতিহাস অনেক পুরাতন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ১৯৭৯ সালের পূর্ব থেকেই এই স্থান দিয়ে এই লেক প্রবাহিত হওয়ার অস্তিত্ব পাওয়া যায়। ১৯৭৯ সালে ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে সেই সময়ে এই লেকটির নামকরণ করা হয় ইসলামি বিশ্ববিদ্যালয় লেক বা সংক্ষেপে ইবি লেক।

কিন্তু এই লেকের নাম পরিবর্তন হয়ে মফিজ লেক হিসাবে জনপ্রিয়তার পিছনে লোকমুখে কিছু কল্পকাহিনি শোনা যায়।মফিজ নামের এক অজ্ঞাত পাগল প্রেমিক তার প্রিয়তমার প্রতি ভালোবাসার প্রমাণ দিতে অথবা প্রেমে ব্যর্থ হয়ে এই লেকে আত্নহুতি দিয়েছিলো,

এর পর থেকে ক্রমান্বয়ে এই লেকটি মফিজ লেক হিসাবে জনপ্রিয়তা পায়।আবার কেও কেও বলেন, যারা অযথা প্রেম করে সময় নষ্ট করতো, তারা এখানে এসে গল্প করতো। তাদেরকে ব্যঙ্গ করে মফিজ বলে ডাকতে ডাকতে এই জায়গাটি মফিজ লেক বলে পরিচিতি পায়।

পরবর্তীতে ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন মীর মুগ্ধ তার স্মরণে মফিজ লেক এর নাম পরিবর্তন করে রাখা হয় মীর মুগ্ধ সরোবর ।

ইবি লেক ক্যাম্পাসে পশ্চিম পাশে অবস্থিত। কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন প্রকৌশলী ভবন ঘেঁষে লেকটি অবস্থিত।লেকটির দুই ধারে বেড়ে ওঠা সারি সারি নানা ধরনের গাছ শিক্ষার্থী ও আগত দর্শনার্থীদের নজর কাড়ে। লেকের দক্ষিণ কোণে বোটানিক্যাল গার্ডেন থাকলেও অযত্নে তা বর্তমানে বিলুপ্ত প্রায়প্রায়

এই লেকের চারপাশে রয়েছে সবুজ বৃক্ষরাজি, পাখির কলতান, আর শিক্ষার্থীদের হাঁটাচলা। শীতকালে এই লেকে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে, তবে বর্তমানে কিছু চ্যালেঞ্জের কারণে তা কমে গেছে। তবুও এর পরিবেশ, সৌন্দর্য ও গুরুত্ব অটুট আছে আমাদের হৃদয়ে। 

এই লেকটি যেন শুধু প্রাকৃতিক দৃশ্য নয়, বরং হয়ে উঠুক পরিবেশ সচেতনতা, স্মৃতির সংরক্ষণ ও শিক্ষার কেন্দ্রবিন্দু। মীর মুগ্ধ সরোবর যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের আত্মার প্রতিচ্ছবি।

হ্যাপী

×