
দৈনিক জনকণ্ঠ
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা 'মনপুরা'। উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নে দীর্ঘদিন ধরে বিদ্যুতের অভাবে নানান ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ।
উপজেলার সদর এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে। আগে সারাদিনে উপজেলার সদর এলাকায় ৮ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হলেও বর্তমানে বিদ্যুৎ সরবরাহ করা হয় ৩-৪ঘন্টা।
বিদ্যুৎ সংকটের প্রভাবে নানান ধরনের সমস্যায় পড়ছে স্থানীয় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। উপজেলার হাজিরহাট বাজার ও উপজেলা পরিষদ এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হলেও, ওজোপাডিকো আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে রাত ১০টার পর। যাতে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা।
বিদ্যুৎ সমস্যা নিয়ে উপজেলার সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সাগর বলে "সময়মতো বিদ্যুৎ না থাকায় আমাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। বিদ্যুৎ ঠিকমতো না থাকায় মোমবাতি অথবা হারিকেন জ্বালিয়ে আমাদের পড়াশোনা করতে হয়।
বিদ্যুৎ দিলেও রাত ১১টার পর দেয়,যা আমাদের শিক্ষার্থীদের তেমন কাজেই আসে না! আমরা চাই মনপুরায় অতিদ্রুত 'জাতীয় গ্রিডের' বিদ্যুৎ আসুক।"
এছাড়াও হাজিরহাট হোসাইনিয়া আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ত্বহা বলে "মনপুরায় এতদিন বিদ্যুৎ সমস্যা থাকলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি,আমরা চাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। আমরা 'জাতীয় গ্রিডের' বিদ্যুৎ চাই।"
স্থানীয়দের দাবি বেশিরভাগ সময়ই বিভিন্ন যন্ত্রপাতির সমস্যার কথা বলে তাদের ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না। এনিয়ে বহুবার মানববন্ধন করলেও কোনো সুরাহা হয়নি। এমতাবস্থায় মনপুরায় 'জাতীয় গ্রিডের' বিদ্যুৎ সরবরাহের দাবি এলাকাবাসীর।
হ্যাপী