ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

‘নতুন শুরু’র দিন, সোহরাওয়ার্দী কলেজে রসায়ন বিভাগের নবীনবরণ

সাদী মো. হিমেল, কন্টিবিটিং রিপোর্টার, সরকারি সোহরাওয়ার্দী  কলেজ, ফিরোজপুর 

প্রকাশিত: ০০:১৯, ২২ জুলাই ২০২৫

‘নতুন শুরু’র দিন, সোহরাওয়ার্দী কলেজে রসায়ন বিভাগের নবীনবরণ

দৈনিক জনকণ্ঠ

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও অরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার (২১ জুলাই) সকাল ১১টায়। কলেজের রসায়ন বিভাগের শ্রেণিকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নবাগতদের বরণ করা হয় ফুল, ফাইল ও কলম দিয়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস ব্যাপারী এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. শাহাবুদ্দিন সিকদার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মিঠুন কুমার মজুমদার। সঞ্চালনা করেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিদ আল নাসিব ও সৃষ্টি দাস।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। এছাড়াও সিনিয়র শিক্ষার্থীরা নবাগতদের শুভেচ্ছা জানান এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষকরাও নবীনদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলে প্রাণবন্ত অংশগ্রহণ করেন।

হ্যাপী

×