
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসানকে পাওয়া গেলেও নিখোঁজ তার মা আফসানা প্রিয়া। জানা গেছে, তারা রাজধানীর উত্তরায় বসবাস করতেন।
সোমবার (২১ জুলাই) দুপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের সময় অভিভাবক কক্ষে ছিলেন আফসানের মা। পরে আফসানকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও তার মা নিখোঁজ হন। আফসানের চাচা দুলাল মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
উল্লেখ্য, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঘটেছে হৃদয়বিদারক এক দুর্ঘটনা। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মুমু ২