
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী বাপ্পি (৯) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।
এর আগে ৯ শিক্ষার্থী ও এক কো-অর্ডিনেটর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মঙ্গলবার (২২ জুলাই) ভোর ৫ টায় বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.শাওন বিন রহমান।
তিনি জানান, ভোর পাঁচটার দিকে ৯ বছরের শিশু বাপ্পি চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যায়। তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে মধ্যরাতে এরিকসন, আরিয়ান, নাজিয়া এবং সায়ান ইউসুফ নামে আরও চার শিক্ষার্থীর মৃত্যু হয়। এরিকসন শরীরের ১০০ শতাংশ, আরিয়ানের শরীরের ৮৫ শতাংশ, নাজিয়ার শরীরের ৯০ শতাংশ এবং সায়ান ইউসুফের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
দিন গড়িয়ে রাত এসে ভোরের আলো ফোটার আগেই সংখ্যাটি দীর্ঘ হচ্ছে।
সানজানা